Mamata Banerjee: ‘ফোটাও পদ্ম’ বলবেন না, গানের লাইনে একটু বদলে ‘আপন করে’ নিলেন মুখ্যমন্ত্রী

অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের উদ্বোধনে মঞ্চে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। সমাজের বঞ্চিত মানুষের জন্য কাজ করার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি নাসিরুদ্দিন শাহ ও শর্মিলা ঠাকুর অভিনীত বাংলা ছবি ‘প্রতিদানের’ একটি জনপ্রিয় গানের লাইন উদ্ধৃত করেন। তিনি বলেন,’মঙ্গল দীপ জ্বেলে, অন্ধকারের দুচোখ ভরো প্রভু…। কিছুটা থেমে তিনি বলেন, ‘বলো তার কী অপরাধ, জন্ম হয়েছে যার পাঁকে? তোমার ক্ষমা দিয়ে তুমি’। আবার থেমে বলেন, ‘আপন করে নাও তাকে।’ এখানেই গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় বাপ্পী লাহিড়ির সুরে ছবির গানের লাইনে ছিল, ‘…তোমারই ক্ষমা দিয়ে তুমি, ফোটাও পদ্ম করে তাকে।’ মুখ্যমন্ত্রী নিজেই বলেন, ‘এটা আমি একটু চেঞ্জ করলাম।’ তার কারণ অবশ্য ব্যাখ্যা করেননি তিনি।

তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, তিনি না বললেও, পদ্ম প্রতীক যে রাজনৈতিক দলের সেই বিজেপির সঙ্গে তাঁর রাজনৈতিক বৈরিতা সুপরিচিত। তাই পঞ্চায়েত ভোটের আগে বাংলায় ‘ফোটাও পদ্ম করে’ বলাতে তাঁর আটকেছে তাই তিনি ‘লাইনে কিছুটা বদল’ এনেছেন। এর পরে তিনি আরও একটি গানের লাইন বলেন এবং গায়কদের গানগুলিকে বাংলায় ক্রিসমাস ‘ক্যারল’ হিসাবে মনে রাখতে বলেন।

রাজ্য সরকারের ক্রিসমাস কর্মসূচি

ক্রিসমাস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে কী কী কর্মসূচির নেওয়া হয়েছে তা বলেন। ক্রিস্টমাস উৎসব উপলক্ষ্যে কলকাতার বো ব্যারাক, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর ও বারুইপুর চার্চ-সহ ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, হাওড়া, আসানসোল, বিধাননগরের মতো মূল জায়গাগুলিকে আলোর সাজে সাজানো হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও করা হয়েছে। অ্যালেন পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আবারও মনে করিয়ে দেন, ‘উৎসব সবার’।