Mamata-Amit Meeting: ‘পলি সমস্যা’ মেটাতে উদ্যোগী ডিভিসি, শাহ–মমতার বৈঠকের পর কী ঘটল?‌

তিনদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছিল অমিত শাহের। সেটা পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক। সেখানে ডিভিসি অনুমতি না নিয়ে জল ছাড়ে এবং তার জেরে বাংলা প্লাবিত হয় বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে উঠে এসেছে ডিভিসি’‌র জলাধারের পলি সমস্যা। সেটা শুনে তিনি ডিভিসি–কে নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। তাতে এবার ডিভিসি পলি সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে।

নবান্ন সূত্রে খবর, ওই বৈঠকেই অমিত শাহ সেন্ট্রাল ওয়াটার কমিশনকে দিয়ে সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন ডিভিসি–কে। ডিভিসি সূত্রে খবর, পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত লিখিতভাবে পাওয়া মাত্রই তা কেন্দ্রীয় ওয়াটার কমিশনের মতামত চাওয়া হবে। এমনকী তাদের সমীক্ষার প্রস্তাবও দেওয়া হবে। আর সেটা হাতে এলেই কাজ শুরু করা হবে।

এদিকে ষাটের দশকের গোড়ায় তৈরি হওয়া ডিভিসি’‌র চার জলাধার মাইথন, পাঞ্চেত, তিলাইয়া, কোনারের প্রায় সবগুলিরই পলি পড়েছে। তার জেরে জলধারণের ক্ষমতা কমেছে। ফলে যখন তখন জল ছেড়ে দিতে হয়। আর বানভাসী পরিস্থিতি তৈরি হয়। এবার শাহ–মমতার বৈঠকের পর পলি তোলার কাজ করা হবে বলে সূত্রের খবর। পলি বিতর্কের মধ্যেই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার সম্ভবনা দেখা দিয়েছে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকের পর।

অন্যদিকে ম্যাসাঞ্জোর জলাধারের নিয়ন্ত্রণও শুধু পশ্চিমবঙ্গ সরকার একা নয়, ঝাড়খণ্ড সরকার সঙ্গে থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে এই সিদ্ধান্তের ডিভিসি অনেকটাই স্বস্তির নিশ্বাস ফেলেছে। ঝাড়খণ্ড সরকার তেনুঘাটের জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার ফলে পাঞ্চেত জলাধার হয়ে প্রত্যেক বছর বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি করে।