Panchayat Election: রাজ্যপালের সঙ্গে ঝটিকা সাক্ষাৎ রাজ্য নির্বাচন কমিশনারের, কী কথা হল দু’‌পক্ষের?‌

আজ, বুধবার রাজভবনে গেলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন তিনি। দু’‌জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। আগে থেকে যাওয়ার কোনও সূচি তৈরি ছিল না। সেখানে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারের হাজির হওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ঠিক কী ঘটেছে রাজভবনে?‌ রাজভবন সূত্রে খবর, আজ বুধবার বেলা ১১টা নাগাদ রাজভবনে আসেন রাজ্য নির্বাচন কমিশনার। সেখানে বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে কথা হয় রাজ্যপালের। এমনকী রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে তাঁর একটি বৈঠক পর্যন্ত হয়েছে। যদিও এই নিয়ে কেউ মুখ খোলেননি। তবে ২০২৩ সালের শুরুতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। সেটা নিয়েই দু’‌পক্ষের আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

কেন এই ঝটিকা সফরে রাজ্য নির্বাচন কমিশনার?‌ এবারের পঞ্চায়েত নির্বাচনে অশান্তি হতে পারে বলে বিরোধীরা আয়োজন তুলছে। এমনকী বিজেপি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছে। তার জেরে কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে জানানো হয়েছে, আগামী ৯ জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। সেক্ষেত্রে রাজ্যপালই বিকল্প পথ বলেই এই সাক্ষাৎ।

আর কী জানা যাচ্ছে?‌ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনে সংরক্ষিত আসনের তালিকা প্রকাশ হওয়ার কথা ২৭ ডিসেম্বর। নিয়ম অনুযায়ী, ঠিক তার ২০ দিন পর নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়। সেক্ষেত্রে আগামী ১৫ জানুয়ারি তারিখের আগে বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা নেই রাজ্য নির্বাচন কমিশনের। যদিও রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সাক্ষাৎ প্রসঙ্গে জানানো হয়েছে, এটি ‘সৌজন্য সাক্ষাৎ’।