মার্কিন কংগ্রেসে জেলেনস্কি, দিলেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ জয়ের বার্তা

যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবার মার্কিন সফরে গেলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছান ইউক্রেনের রাষ্ট্রপতি। সেখানে তিনি মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে দেখা করেন সাহায্যের জন্য আবেদন জানান। সেই সঙ্গে মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়ে তিনি বলেন, ‘ইউক্রেন বেঁচে আছে এবং শত্রুদের উপযুক্ত জবাব দিচ্ছে। ইউক্রেন কাউকে ভয় পায় না।’

এদিন ইউক্রেনের রাষ্ট্রপতিকে মার্কিন কংগ্রেসে অভ্যর্থনা জানানো হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে জেলেনস্কি বলেন, ‘মার্কিন কংগ্রেসে থাকা তার জন্য একটি বড় সম্মান। ইউক্রেন এখনও ধ্বংস হয়নি এবং বিষণ্ণ পরিস্থিতির মধ্যে পড়েনি।’ এরপরেই তিনি বলেন, ‘ইউক্রেন বেঁচে আছে। বিশ্বমানের লড়াইয়ে আমরা রাশিয়াকে পরাজিত করেছি।’ মার্কিন কংগ্রেসে সকলেই তাঁর প্রশংসা করেন। তাঁর সঙ্গে বক্তৃতা দেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। জেলেনস্কির ভাষণ চলাকালীন পেছনে ইউক্রেনের পতাকা হাতে দেখা যায় মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি ও আমেরিরার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। বক্তব্য শেষে কংগ্রেস সদস্যদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘আক্রমণের প্রথম পর্বে ইউক্রেন জিতেছে। রাশিয়া ইউক্রেন দখল করতে পারেনি। এখন এই লড়াই থামানো বা স্থগিত করা যাবে না। তাই যখন যুদ্ধ চলছে। আমরা পুরো দেশকে নিরাপদ মনে করতে প্রস্তুত।’ এরপরেই মার্কিন সমর্থনের জন্য ধন্যবাদ জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘ইউক্রেন আমেরিকার সমর্থন কখনও ভুলবে না।’

বক্তৃতা রাখার সময় তিনি ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের যৌথ মূল্যবোধের কথাও তুলে ধরেন। জেলেনস্কি বলেন, ‘মানবতার বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে রাশিয়া। এই লড়াইয়ে আমাদের দুই দেশ মিত্র। আগামী বছরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইউক্রেনের সাহস এবং আমেরিকার সংকল্প ইউক্রেনের জনগণের স্বাধীনতার জন্য চিরকাল থাকবে। ইউক্রেন কখনও আত্মসমর্পণ করেনি এবং কখনই আত্মসমর্পণ করবে না।’