Covid Death in Kolkata: ৪৫ দিনে প্রথম কোভিড রোগীর মৃত্যু কলকাতায়, আগেভাগেই সতর্ক পুরসভা

ফের কলকাতায় মৃত্যু এক কোভীড রোগীর। শেষবার কলকাতায় কোভিড রোগীর মৃত্যু হয়েছিল গত ৫ নভেম্বর। এরপর ফের মঙ্গলবার কলকাতায় মৃত্যু হল এক কোভিড আক্রান্তের। মৃত ব্যক্তি দক্ষিণ কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। তিনি এমআর বাঙুর হাসপাতালে ভরতি ছিলেন। মৃত্যুকালে সেই রোগীর বয়স ৬০ বছরে ওপর ছিল বলে জানা গিয়েছে। উল্লেখ্য, চিনের কোভিড পরিস্থিতি গুরুতর আকার ধারণ করার পর থেকেই কেন্দ্রের তরফে সব রাজ্য সতর্ক করা হয়েছে। এই আবহে করোনা আক্রান্তের মৃত্যু হল কলকাতায়।

জানা গিয়েছে, মৃত ব্যক্তি অন্য রোগের চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি হয়েছিলেন। গত ৬ নভেম্বর হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। সেই সময় পরীক্ষায় ধরা পড়ে তিনি কোভিড আক্রান্ত। এরপরই তাঁকে এমআর বাঙুর হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, উক্ত রোগীর অনেক কোমর্বিডিটি ছিল। তিনি হৃদরোগীও ছিলেন। এই আবহে ব্রেন স্ট্রোক হয়ে মারা যান সেই রোগী।

এদিকে রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, ২১ ডিসেম্বর বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন মাত্র একজন। করোনায় কোনও মৃত্যু ঘটেনি। বুধবারের হিসেব অনুযায়ী চার হাজারের কিছু বেশি জনের নমুনা পরীক্ষা হয়েছে ২৪ ঘণ্টায়। চব্বিশ ঘণ্টায় করোনা পরীক্ষার পজিটিভটি হার ০.০২ শতাংশ। সরকারি হিসেবে রাজ্যে এদিনের হিসেবে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪০। তাঁদের মধ্যে ঘরে আইসোলেশনে রয়েছেন ২৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১৬ জন। করোনার কারণে রাজ্যে বর্তমানে মৃত্যুর হার ১.০২ শতাংশ। তবে এই পরিসংখ্যান সত্ত্বেও রাজ্য সরকার এবং পুরসভা আগেভাগেই তৎপরতা অবলম্বন করছে।

ইতিমধ্যেই পুরসভার স্বাস্থ্যবিভাগের কর্মীদের মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, করোনা পরীক্ষাকেন্দ্রগুলি প্রস্তুত রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, স্বাস্থ্য সচিবের নেতৃত্বে কোভিড পরিস্থিতির ওপর নজর রাখতে একটি কমিটি গড়ে তোলা হবে।