চার বলের ব্যবধানে সাজঘরে দুই ওপেনার

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শুরুটা খারাপ ছিল না বাংলাদেশের। প্রথম ঘণ্টায় বিনা উইকেটে ৩৭ রান যোগ করেছে। ১৪তম ওভারে জাকিরকে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন উনাদকাট। পরের ওভারে অশ্বিনের ঘূর্ণিতে শান্ত লেগবিফোরের ফাঁদে পড়লে চার বলের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। টস জিতে ১৮ ওভার শেষে স্বাগতিকদের প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৪৬ রান।

ক্যারিয়ারের পঞ্চমবারের মতো চারে নামা সাকিব এখনও রানের খাতা খুলেননি। শেষবার ২০১৮ সালে চার নম্বরে ব্যাটিং করেছিলেন। সঙ্গে ৭ রানে আছে মুমিনুল হক।  

উনাদকাটের বাড়তি বাউন্সের বলে কাট করতে গিয়েই বিপদ ডেকে আনেন জাকির। গ্লাভস ছুঁয়ে বল চলে যায় স্লিপে। তাতে ৩৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে তার বিদায়ে। প্রথম টেস্টে সেঞ্চুরি করা জাকির ৩৪ বলে ১৫ রান করেছেন।

পরের ওভারে অশ্বিনের বলটি ঠিকমতো বিচার করতে পারেননি শান্ত। পা বাড়িয়ে ডিফেন্ড করেছিলেন। লেগ বিফোরের আবেদনে আম্পায়ার আঙুলও তুলে দেন। পরে রিভিউ নিয়েও শান্ত বাঁচতে পারেননি। জাকিরের পর ফেরা শান্ত ২৪ রান করতে পেরেছেন।

অবশ্য দ্বিতীয় ওভারেই ক্যাচ তুলেছিলেন অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়া জাকির। কিন্তু উমেশ যাদবের বলে ডিপ ফাইন লেগে তার ক্যাচ হাতে রাখতে পারেননি মোহাম্মদ সিরাজ। বরং সেই চেষ্টায় এই পেসার উল্টো কাঁধে ব্যথা পেয়েছেন। তার পর থেকে অবশ্য সতর্ক থেকেই দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান অবিচ্ছিন্ন জুটিতে ব্যাট করে যাচ্ছিলেন। সেই জুটি ভাঙলেন এক যুগ পর টেস্ট দলে ফেরা উনাদকাট।