India Vs Bangladesh 2nd Test: India In Driver’s Seat After Ashwin, Umesh Share Eight Wickets At Mirpur


মীরপুর: যশপ্রীত বুমরা, মহম্মদ শামিরা ফিট থাকলে একজনের হয়তো এই টেস্ট ম্যাচ খেলাই হতো না। অন্যজন আবার জাতীয় দলে এক সময় ব্রাত্য হয়ে পড়েছিলেন। মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে বল হাতে জ্বলে উঠলেন সেই উমেশ যাদব (Umesh Yadav) ও আর অশ্বিন (R Ashwin)। দুজনই নিলেন চারটি করে উইকেট। দুই বোলারের দাপটে মাত্র ২২৭ রানে শেষ হয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ১৯/০।

উমেশ যাদবের (Umesh Yadav) আগুনে পেস, সঙ্গে যোগ্য সঙ্গত জয়দেব উনাদকটের। সঙ্গী আর অশ্বিনের স্পিনের (Ravichandran Ashwin) ভেল্কি। নিটফল ? মাত্র ২২৭ রানেই গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস। মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ (Bangladesh)। কিন্ত মোমিনুল হক (৮৪) ছাড়া বাংলাদেশের ব্যাটসম্যানদের বাকি কেউ সেভাবে প্রতিরোধই গড়তে পারেননি ভারতীয় আক্রমণের সামনে।

শেষমেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বাংলাদেশের প্রথম ইনিংস থামে ২২৭ রানে। ২ টেস্টের সিরিজের প্রথমটিতে জিতে এই ম্যাচে খেলতে নেমেছে ভারত। চোট-শঙ্কা থাকলেও অধিনায়ক কে এল রাহুল মাঠে নামেন। পাশাপাশি শুরু থেকে উমেশ-উনাদকটের সঙ্গে ঘুরিয়ে অশ্বিনকে ব্যবহার করে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ ব্যতিব্যস্ত করে তোলেন। জাকির হাসানকে (১৫) ফিরিয়ে বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানেন উনাদকট (২/৫০)। মাঝে থিতু হওয়ার ইঙ্গিত দেওয়া মুশফিকুর রহিমও (২৬) তাঁর শিকার। বাংলাদেশের অপর ওপেনার নাজমুল হোসেন শান্ত (২৪), লিটন দাস, খালেল আমেদ ও বাংলাদেশের পক্ষে একমাত্র লড়াই করা মোমিনুল (৮৪) অশ্বিনের (৪/৭১) শিকার। ১৫৭ বলে ১২ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে মোমিনুলের লড়াকু অর্ধশতরান ছাড়া সেভাবে দাগ কাটতে পারেননি কেউই। 

বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান (১৬), মেহেদি হাসান মিরাজ, নুরুল হুসেন ও তাস্কিন আমেদের উইকেট নেন উমেশ। ১৫ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার পথে দুরন্ত আগুনে বোলিং উপহার দিয়েছেন উমেশ। মাত্র ১৪ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ।

 


জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে ভারতের স্কোর ১৯/০। ক্রিজে রয়েছেন অধিনায়ক রাহুল (৩ ব্যাটিং) ও শুভমন গিল (১৪ ব্যাটিং)।

আরও পড়ুন: আর্জেন্তিনার বিশ্বজয় স্মরণীয় করে রাখতে আগ্রহী ব্রাজিলও, চাওয়া হল মেসির পায়ের ছাপ