Medical college: কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের ভোট তো হল, বৈধ হবে কি?

কলেজ কর্তৃপক্ষ ও স্বাস্থ্যভবনের অনুমোদন ছাড়াই মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। পডুয়ারা নিজেরাই কলেজের অ্যাকাডেমিক বিল্ডিং-এ ভোটগ্রহণ পর্ব সম্পন্ন করলেন। তবে যেহেতু এই ভোট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই হয়েছে, তাই এর বৈধতা রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বুধবার সন্ধ্যায় প্রার্থীতালিকা প্রকাশ করা হয়। চারটি বর্ষে মোট ২০টি পদের জন্য ভোট গ্রহণ হয়। প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১জন প্রার্থী। সকাল ১০টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকাল সাড়ে তিনটে পর্যন্ত। প্রতিবর্ষের জন্য পৃথক ব্যালট বাক্সের ব্যবস্থা করা হয়।

নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল এক হাজার। ভোটে পর্যবেক্ষক হিসাবে ছিলেন চিকিৎসক বিনায়ক সেন, সুজাত ভদ্র, অম্বিকেশ মহাপাত্র ও বোলান গঙ্গোপাধ্যায়। এছাড়া পড়ুয়ারা দাবি করেছে, ৮ জন পুলিশকর্মীর নজরদারিতে এই ছাত্র ভোট হয়েছে।

প্রসঙ্গত, ২২ ডিসেম্বরই মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের নির্বাচন ছিল। কিন্তু কর্তৃপক্ষ আচামকাই সেই নির্বাচন বাতিল করে দেন। এর পর অনশন আন্দোলন শুরু করেন পড়ুয়ারা। প্রথমে অধ্যক্ষকে ঘেরাও ও পরে অনশন আন্দোলন শুরু করেন তাঁরা। মন্ত্রী চন্দ্রিমা চট্টাচার্য ও স্বাস্থ্যসচিব দেখা করে পড়ুয়াদের আন্দোলন তুলে নিতে বলেন। ১২ দিন পর তুলে নিয়ে পড়ুয়ারা জানান নিজেরাই ভোট করবেন।