IPL Auction 2023 Live Streaming Watch IPL Mini Auction Free Live Telecast Online OTT Mobile TV Know Details


কোচি: দশ ফ্র্যাঞ্চাইজি। ৮৭ শূন্যস্থান। আর সেগুলি পূরণ করার দৌড়ে ৪০৫ ক্রিকেটার। ২০২৩ আইপিএলে কোন দল কীরকম শক্তিশালী হবে, তার আভাস পাওয়া যেতে পারে শুক্রবারই। কোচির হোটেলে বসতে চলেছে আইপিএলের ‘মিনি’ নিলাম। পূর্ণাঙ্গ কলেবরের নিলাম না হলেও, মিনি নিলামে বদলে যেতে পারে প্রত্যেক দলের ছবি।

কোচিতে মিনি নিলামে নজর থাকবে বেন স্টোকস, ক্যামেরন গ্রিন, স্যাম কারানদের ওপর। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বজয়ী স্টোকস শেষ পর্যন্ত কোন দলে যান, তা দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

পরের বছরের আইপিএল (IPL 2023) শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে বছর শেষের আগেই কোন তারকা কোন ফ্রাঞ্চাইজির হয়ে খেলবে, তা নির্ধারিত হয় যাবে। গত বারের মতো বড় নিলাম নয়, এ বার তুলনামূলক ছোট আকারের নিলাম আয়োজিত হবে। নিজের প্রিয় দল কোন তারকাকে দলে নিল, সেই দিকে সকলেরই নজর থাকে। তাই আইপিএল নিলামের দিকে অসংখ্য ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন। এবারও তার অন্যথা হবে না। কোথায়, কখন, কীভাবে দেখবেন আইপিএল নিলাম?

কবে হচ্ছে নিলাম?

২৩ ডিসেম্বর, শুক্রবার আইপিএলের নিলাম আয়োজিত হবে।

কোথায় হবে নিলাম?

মিনি নিলাম হচ্ছে কোচিতে।

কখন শুরু নিলাম?

ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার দুপুর ২.৩০টায় শুরু হবে নিলাম।

টিভিতে কোথায় দেখা যাবে আইপিএল নিলাম?

স্টার স্পোর্টস নেটওয়ার্কে আইপিএল নিলাম দেখা যাবে।

অনলাইনে কীভাবে দেখবেন এই নিলাম?

অনলাইনে জিও সিনেমায় নিলাম দেখা যাবে।

বিস্ফোরক কপিল

চাপ সহ্য করতে না পারা ক্রিকেটারদের খেলা ছেড়ে দিয়ে কলা, ডিম বিক্রি করার পরামর্শ দেন ক্ষুব্ধ কপিল দেব। তাঁর মতে, জাতীয় দল বা আইপিএল (IPL) খেলার সময় যাঁরা অত্যাধিক চাপ অনুভব করেন এবং সেই নিয়ে অভিযোগ করেন, তাঁদের খেলা চালিয়ে যাওয়ার কোনও প্রয়োজন নেই। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার বলেন, ‘আমি প্রায়শই খেলোয়াড়দের বলতে শুনি যে আমরা আইপিএল খেলছি, প্রচুর চাপ থাকে আমাদের। এটা বলাটা তো খুবই সহজ। আমি ওদের বলব সম্পূর্ণভাবে খেলে ছেড়ে দিতে। কে ওদের খেলার জন্য জোর করছে? এই পর্যায়ে খেললে চাপ তো থাকবেই। ভাল করলে লোকজন প্রশংসা করবে, আবার খারাপ পারফর্ম করলে মন্দ কথা বলতেও ছাড়বে না। যদি সমালোচনা সহ্য নাই করতে পার, তাহলে খেলার কোনও দরকার নেই।’

এরপরই যেসব খেলোয়াড়রা চাপের বিষয়ে অজুহাত দেন, তাঁদের উদ্দেশে কপিল বলেন, ‘প্রেসার তো আমেরিকার শব্দ। কাজ করার ইচ্ছা না হলে করতে হবে না। কে জোর করছে? কলার দোকান, গিয়ে ডিম বিক্রি করো। একটা সুযোগ পেয়েছ, সেটাকে চাপ হিসাবে কেন দেখছ। এই সুযোগটাকে নিজের সৌভাগ্য মনে করে গোটা বিষয়টা উপভোগ করো।’

আরও পড়ুন: আর্জেন্তিনার বিশ্বজয় স্মরণীয় করে রাখতে আগ্রহী ব্রাজিলও, চাওয়া হল মেসির পায়ের ছাপ