Dry eyes issues: হঠাৎ করেই ঘন ঘন চোখ ডলছে খুদে, কী হয়েছে ওর জানেন

বাড়ির খুদের মাঝে মাঝেই চোখ জ্বালা দেয়। চোখ চুলকাতে চুলকাতে লাল করে ফেলছে সে। কিন্তু কেন এমন হচ্ছে, সেটা কিছুতেই বোঝা সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞদের কথায়, চোখের জলের পরিমাণ কমে গেলে চোখ জ্বালা দিতে থাকে। এর থেকে চুলকানিও হয়। তবে চোখে জল কমে যাওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে।

চোখ জ্বালা দেয় কেন?

  • পুষ্টির অভাবের কারণে চোখে জলের পরিমাণ কমে যেতে পারে।
  • অনেক খুদে চোখের সমস্যার জন্য কন্ট্যাক্ট লেন্স পরে। এই লেন্সের কারণেও অনেক সময় চোখে চুলকানি হয়।
  • ফোন ও ট্যাব থেকে একধরনের ব্লু লাইট বার হয়। এটি চোখের জন্য ক্ষতিকারক। দীর্ঘ সময় ধরে ফোন, ট্যাব বা ল্যাপটপ ব্যবহার করলে চোখের সমস্যা দেখা দিতে থাকে।
  • কখনও কখনও জীবাণুর সংক্রমণ থেকেও চুলকানির সমস্যা হতে পারে। এর মধ্যে অন্যতম পরিচিত একটি সংক্রমণ হল কনজাংটিভাইটিস। এতে চোখ লাল হয়ে পড়ে। এর ফলে চুলকানিও বেড়ে যায়।
  • বিভিন্নরকম খাবারদাবার বা জিনিসে অনেকের অ্যালার্জি থাকে। খুদেরও তেমনই বেশ কিছু জিনিসে অ্যালার্জি থাকতে পারে। এর থেকেও ওর চোখের সমস্যাও দেখা দিতে পারে।

কী কী লক্ষণ দেখা দিতে পারে?

  • চোখের সমস্যা হলে বেশ কয়েকটি লক্ষণ দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম হল বারবার চোখের পাতা বুজে ফেলা।
  • চোখের মণির পাশের দিক বা তারার চারপাশ লাল হয়ে যেতে পারে।
  • এই সময় খুদে বারবার চোখ ডলতে থাকে। মাঝে মাঝে এই চোখ ডলা বেশ কিছুক্ষণ ধরে চলে।
  • কোনও সংক্রমণ থেকে এমনটা হলে প্রায়ই দৃষ্টি ঝাপসা হয়ে আসে। দেখতে খুব অসুবিধা হয়। চোখ চুলকে ঝাপসাভাব কাটানোর চেষ্টা করে একরত্তি।
  • বেশি আলোর মধ্যে কাজ করতে সমস্যা হয়। বেশি আলোর মধ্যে খেলা বা পড়তে বসলে চোখে ব্যথা হতে থাকে। চুলকানির সমস্যাও বেড়ে যায়।
  • মাথা ধরার মতো সমস্যাও দেখা দিতে পারে।