Measles vaccine: কর্মীর অভাবে কীভাবে সম্পন্ন হবে হামের টিকাকরণ কর্মসূচি? উদ্বিগ্ন কলকাতা পুরসভা

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে হাম, রুবেলা এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আগামী ৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে টিকাকরণ কর্মসূচি চালাবে সরকার। কলকাতায় পুরসভার তরফে টিকাকরণ কর্মসূচি চালানো হবে। কিন্তু প্রশিক্ষিত কর্মীর অভাবে কীভাবে তা সম্ভব হবে তা নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভা।

ইতিমধ্যেই রাজ্যকে এ বিষয়টি জানিয়েছে পুরসভা। পাশাপাশি টিকাকরণ নিয়ে বেসরকারি স্কুলগুলির উদাসীনতা নিয়েও রাজ্যের স্বাস্থ্য দফতরকে পুরসভা জানিয়েছে। এই অবস্থায় বেসরকারি স্কুলগুলি যাতে কলকাতা পুরসভাকে সহযোগিতা করে তার জন্য রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে চিঠি পাঠানো হবে বলে জানা গিয়েছে। কীভাবে এই কর্মসূচি সম্পন্ন করা হবে তা নিয়ে পুরসভার আধিকারিকরা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে এই মাসেই লিফলেট দেওয়া হবে। আশা কর্মী এবং ১০০ দিনের কাজের কর্মীরা সেই কাজ করবেন। তাছাড়া প্রতিটি স্কুলে একটি করে ব্যানার লাগানো হবে। এভাবেই প্রচার চালানো হয়।

তবে কলকাতা পুরসভার কাছে এখন যে সংখ্যক প্রশিক্ষিত কর্মী রয়েছে তাতে সমস্যা হওয়ার আশঙ্কা করছেন আধিকারিকরা। ১ মাস ধরে কর্মসূচি চালানোর ক্ষেত্রে আরও ২৫০ জন প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন বলে তারা জানিয়েছেন। সেক্ষেত্রে কর্মী সংকট মেটানোর জন্য স্বাস্থ্য দফতরের কাছে আবেদন জানিয়েছে কলকাতা পুরসভা। সূত্রের খবর শহরের সরকারি বেসরকারি স্কুল মিলিয়ে ২৪৮৮ স্কুলে টিকাকরণ হবে। তবে ১৯৫ টি বেসরকারি স্কুলের মধ্যে মাত্র তিনটি বেসরকারি স্কুলই সহযোগিতা করেছে।