NDTV: এনডিটিভির ‘সমস্ত পরামর্শ’ মেনে আদানি গোষ্ঠীর মালিকানায় চ্যানেলের ৬৫ শতাংশ নিয়ন্ত্রণ! কী জানালেন রায় দম্পতি?

ধুই তরফে আলোচনা ফলপ্রসূ ও সমস্ত সহমত সাপেক্ষেই এবার জনপ্রিয় নিউজ চ্যানেল এনডিটিভির ৬৫ শতাংশ সত্ত্ব চলে গেল আদানি গোষ্ঠীর হাতে। এদিন এনডিটিভির তরফে প্রণয় রায় ও রাধিকা রায় জানিয়েছেন, তাঁদের দেওয়া সমস্ত পরামর্শ মেনেই চলেছিল কথাবার্তা। আর সেই পরামর্শ মেনেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

উল্লেখ্য়, ভারতীয় মিডিয়া জগতের অন্যতম হাইভেল্টেজ ঘটনা এনডিটিভির এই সত্ত্ব বিক্রির ঘটনা। এনডিটিভি জানিয়েছে, এএমজি মিডিয়া নেটওয়ার্ক এনডিটিভির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার এই মুহূর্তে। জনপ্রিয় সংবাদমাদ্যমটির ৬৫ শতাংশ মালিকানা এবার গৌতম আদানির হাতে। তবে এনডিটিভির তরফে জাননো হয়েছে, ‘আমাদের তরফে দেওয়া সমস্ত পরামর্শ গৃহিত হয়েছে’ এএমজি নেটওয়ার্কের তরফে। ফলে এনডিটিভি যে সমস্ত প্রস্তাব দিয়েছিল তার সম্পূর্ণটা মেনে নিয়েই এনডিটিভির এই বড় অংশের সত্ত্ব বিক্রি হল। শেষমেশ এই বিক্রি হওয়া অংশের সত্ত্বের জেরে এনডিটিভির ৬৫ শতাংশের মালিকানা চলে গেল গৌতম আদানির সংস্থার কাছে। এক বিবৃতিতে এনডিটিভির ৩৪ বছরের পথচলা নিয়ে বক্তব্য রেখে গোটা বিষয়টি সামনে আনেন চ্যানেলের প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়। সেখানে লেখা রয়েছে, ‘আমরা এনডিটিভি শুরু করেছিলাম ১৯৮৮ সালে এই বিশ্বাসের সঙ্গে যে ভারতে সাংবাদিকতা বিশ্বমানের তবে এর প্রয়োজন পোক্ত সম্প্রচার মাধ্যম। যা আমাদের উন্নত হতে সাহায্য করবে।’ সেই বিবৃতিতেই লেখা রয়েছে যে ৩৪ বছরের রাস্তা পার করার পর ‘আমরা মনে করি এনডিটিভি একটি প্রতিষ্ঠান।’ একই সঙ্গে এই নথিতে লেখা রয়েছে সাম্প্রতিক প্রস্তাবের পর এএমডি নেটওয়ার্ক এখন এনডিটিভির সবচেয়ে বড় সত্ত্বধীন মালিক।

এনডিটিভি জানিয়েছে, আগামী দিনে তাদের চ্যানেলের আরও উন্নতি দেখতে তাঁরা বদ্ধপরিকর। জানা গিয়েছে, রাধিকা এ প্রণয় রায় এনএমএলকে ২৭.২৬ শতাংশ সত্ত্ব বিক্রি করছেন। যারফলে ৬৪.৭১ শতাংশ মালিকানা এবার থেকে থাকবে এনডিটিভির হাতে। এদিকে, আবেগ ছুঁয়ে যাওয়া ওই বিবৃতিতে রাধিকা ও প্রণয় রায় লিখেছেন, ‘আমরা খুবই গর্বিত ও কৃতক্ষ যে এনডিটিভিকে ভারতের ও এশিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য নিউড ব্রডকাস্টার বলে মনে করা হয়।’