Vektua Cooperative election: সমবায় সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্র নন্দীগ্রাম, ঝরল রক্ত! লাঠিচার্জ পুলিশের

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে শুধুমাত্র সমবায় সমিতির নির্বাচনে আবারও উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ঝরল রক্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় সশস্ত্র পুলিশবাহিনী। লাঠিচার্জ করল পুলিশ। শাসক দলের অভিযোগ, বাইরে থেকে লোক নিয়ে আসে অশান্তি তৈরি করেছে বিজেপি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পদ্মশিবির।

আজ শুক্রবার নন্দীগ্রামের ভেকটুয়া সমবায় সমিতির নির্বাচন ছিল। সে নির্বাচনকে ঘিরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূল। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাঁশ, লাঠি দিয়ে একে অপরের উপর হামলা চালায় বিজেপি ও তৃণমূল। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপির অভিযোগ, তাদের এক কর্মীরই মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূল। অন্যদিকে, পাল্টা বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, বিজেপি কর্মীদের হামলার ফলে তৃণমূলের ৩ কর্মী আহত হয়েছেন। যার মধ্যে একজনের মাথা ফেটেছে। আরও অভিযোগ, সশস্ত্র পুলিশ বাহিনী থাকলেও বাইরে থেকে লোক এনেছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।

এর আগেও নন্দীগ্রামে একটি সমবায় সমিতির নির্বাচন ঘিরে অশান্তি ছড়িয়েছিল। সেই ভোটে ১২ টি আসনের মধ্যে বিজেপি দখল করেছিল ১১ টি এবং তৃণমূল পেয়েছিল মাত্র একটি আসন। সেখানেও একে অন্যের বিরুদ্ধে অশান্তির অভিযোগ তুলেছিল বিজেপি এবং তৃণমূল। রাজ্যে এখনও পঞ্চায়েত ভোট বাকি রয়েছে। সমবায় সমিতির নির্বাচন খুবই সাধারণ একটি নির্বাচন। ফলে ছোট একটি নির্বাচনে যেভাবে অশান্তি ছড়াচ্ছে পঞ্চায়েত নির্বাচনে আরও বেশি করে অশান্তি হওয়ার আশঙ্কা করছেন রাজনৈতিক মহলের একাংশ।