আজই পেশ করতে হবে সব তথ্য, SSC গ্রুপ ডি-তে ১৭০০ জনের চাকরি যাওয়া সময়ের অপেক্ষা

SSC গ্রুপ ডিতে বেআইনিভাবে নিয়োগপত্র পাওয়া প্রায় ১,৭০০ জনের চাকরি যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে SSC-কে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বলেছেন, এরা কে কোথায় কর্মরত তা আদালতকে জানাতে হবে। এরা যাতে আর এক দিনও চাকরি করতে না পারে তার ব্যবস্থা করবে আদালত।

এদিন বিচারপতি বসু বলেন, বেআইনিভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের সমস্ত তথ্য আদালতে পেশ করতে হবে SSC-কে। তারা কোথায় কাজ করছে তা জানাতে হবে। এদের আর এক মুহূর্ত চাকরি করতে দিতে চায় না আদালত। এদের স্কুলে ঢোকাই বন্ধ করে দেব। জবাবে SSC-র আইনজীবী আদালতের কাছে তথ্য পেশের জন্য ২৪ ঘণ্টা সময় চান। কিন্তু বিচারপতি সময় দিতে রাজি হননি। তিনি জানান তথ্য পেশ করতে হবে আজই। এখন এক ক্লিকে সমস্ত তথ্য জোগাড় করা যায়।

অভিযোগ, বেআইনিভাবে নিযুক্ত এই ১৬৯৮ জন প্রার্থী অনেকেই লিখিত শূন্য পেয়েও চাকরি পেয়েছেন। কমিশনের তালিকায় তাদের নামের পাশে বসানো হয়েছে ৪৩। এর পিছনে মোটা টাকার লেনদেন হয়েছে এই আশঙ্কায় বুধবারই এই মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।