সম্মেলনস্থলে আসছেন কাউন্সিলর-ডেলিগেটরা

আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল। এরই মধ্যে সারাদেশ থেকে আসা কাউন্সিলর ও ডেলিগেটরা সম্মেলনস্থলে প্রবেশ করছেন। ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কালীমন্দির গেট দিয়ে প্রবেশ করছেন তারা।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সম্মেলনে ঢোকার গেট খুলে দেওয়া হয়। 

জানা গেছে, সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য পাঁচটি গেট রয়েছে। এরমধ্যে শিখা চিরন্তনের দিকে গেট দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ভিআইপি অতিথিরা প্রবেশ করবেন। বাকি ৪টি কাউন্সিলরদের প্রবেশ করবেন। সকাল ৭টা থেকে কাউন্সিলর-ডেলিগেটরা ভেতরে প্রবেশ করতে পারছেন। 

সম্মেলন উপলক্ষে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সারা দেশ থেকে সাড়ে ৮ হাজার কাউন্সিলর এবং ২৫ হাজার ডেলিগেট এতে অংশ নেবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অন্যান্য বার দুই দিনব্যাপী সম্মেলন হলেও এবার পরিস্থিতির কারণে কৃচ্ছ্রতাসাধনের অংশ হিসেবে সম্মেলন হচ্ছে একদিনে। 

সম্মেলনে অতিথিসহ লক্ষাধিক লোকের সমাগম হবে বলে জানানো হয়েছে। ৫০ হাজার লোকের খাবারের ব্যবস্থাও রয়েছে। দুপুরে নামাজ ও খাবারের বিরতির পর বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় নেতৃত্বে কারা আসছেন, তা নির্ধারণ হবে।