দিনের দ্বিতীয় ওভারে ফিরলেন শান্ত, ব্যর্থ মুমিনুলও

ঢাকা টেস্টের তৃতীয় দিন চালকের আসনে বসতে প্রথম সেশনের চ্যালেঞ্জটা নিতে হতো বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় ইনিংসে সকালে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই তারা উইকেট হারিয়েছে। নাজমুল হোসেন শান্ত সাজঘরে ফেরার পর প্রথম ইনিংসের হাফসেঞ্চুরিয়ান মুমিনুল হকও আউট হলে চাপে পড়েছে স্বাগতিক দল। ১৯ ওভারে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪০ রান। ক্রিজে আছেন সাকিব আল হাসান (১১) ও জাকির হাসান (১৮)। স্বাগতিকরা এখনও পিছিয়ে ৪৭ রানে। 

৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের দুই ওপেনারকে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। দ্বিতীয় বলেই আসে বাউন্ডারি। তাদের ওপর বাড়তি চাপ তৈরি করতে সকালের দ্বিতীয় ওভারটি করতে আসেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এসেই প্রমাণ করেন নিজের কার্যকারিতা। শেষ বলটিতে শান্তকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেছেন। অবশ্য আগের ডেলিভারিতেও এলবিডাব্লিউর আবেদন হয়েছিল। আম্পায়ার আঙুল না তুললে ভারত রিভিউ নেয়। সাফল্য আসেনি যদিও। আগের ইনিংসে ২৪ রান করা নাজমুল হোসেন এবার ফিরেছেন ৫ রানে।

আগের ইনিংসে প্রতিরোধ গড়া মুমিনুল এবারের কয়েক ওভারই টিকতে পেরেছেন। সিরাজের লেংথ বল বুঝতে না পারায় ব্যাটের কানায় বল লেগে গ্লাভসবন্দি হয়েছেন ৫ রানে।  

দ্বিতীয় দিন ঋষভ পান্ত-শ্রেয়াস আইয়ারের ১৫৯ রানের বিশাল জুটিতে ৮৭ রানের লিড পেয়েছে ভারতীয় দল। প্রথম ইনিংসে বাংলাদেশকে ২২৭ রানে গুটিয়ে দিয়ে জবাবে সফরকারীরা প্রথম ইনিংসে ৩১৪ রান সংগ্রহ করেছে।