Mamata Banerjee: নজরে পঞ্চায়েত, ২ জানুয়ারি বড় কর্মসূচির ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। ভোটের আগে গ্রামাঞ্চলে নিবিড় জনসংযোগ করতে‘দিদিকে বলো’র ধাঁচে কর্মসূচি নিচ্ছে তৃণমূল। দলীয় সূত্রে খবর, জানুয়ারি মাসে ২ তারিখে নজরুল মঞ্চে এক বেঠকে ডাক দেওয়া হয়েছে। সেই বৈঠকেই এই কর্মসূচির ঘোষণা করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কী থাকছে এই কর্মসূচিতে?

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২ জানুয়ারির বৈঠকে উপস্থিত থাকবেন দলের সাংসদ, বিধায়ক, মন্ত্রী, জেলা সভাপতি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র পারিষদ-সহ দলে জেলা নেতৃত্বে। এই কর্মসূচিতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাজ্যের ৩ হাজার ৩০০ গ্রামে রাত্রিযাপন করবেন তৃণমূল প্রতিনিধিরা। এই কর্মসূচিকে সফল করতে ৩০০জন প্রতিনিধিকে নিয়ে বিশেষ প্রতিনিধি দল তৈরি হচ্ছে। জানুয়ারি মাসের ১০ দিন এবং ফেব্রুয়ারি মাসের ১০দিন গ্রামে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে রাত্রি যাপন করবেন তৃণমূল প্রতিনিধিরা। সেইখানেই তাঁরা খাওয়াদাওয়া করবেন। এই কর্মসূচি চলাকালীনই স্বচ্ছ ভাবমূর্তির প্রতিনিধি খুঁজে বের করার কাজ চলবে। এমন কী পঞ্চায়েত ভোটে কাকে টিকিট দেওয়া হবে তাও ঠিক করা হবে।

আরও পড়ুন: ফের মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়, কী বার্তা দিলেন কর্মী–সমর্থকদের?‌

১০ দিনের কর্মসূচি কেন?

দু’মাসের কর্মসূচি হলেও মাসে ১০ দিন করে এই কর্মসূচি চলবে। কেন তার কারণ হিসাবে বলা হচ্ছে, জানুয়ারি মাসে দলের প্রতিষ্ঠাদিবস উপলক্ষে একাধিক কর্মসূচি রয়েছে। তাছাড়া ফেব্রুয়ারি মাসে, বিধানসভা এবং সংসদে বাজেট অধিবেশন রয়েছে, সে কারণে বিধায়ক ও সাংসদরা ব্যস্ত থাকবেন। তাই দুই মাসে কর্মসূচিকে দশ দিনের মধ্যে সীমাবন্ধ রাখা হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী পরে সময়সীমা বাড়ানো হতে পারে। ২ জানুয়ারির বৈঠকে নতুন কর্মসূচির নাম প্রকাশ্যে আনা হতে পারে।

তৃণমূলের পরামর্শদাতা হিসাবে থাকাকালীন‘দিদিকে বলো’ কর্মসূচিচালু করেন প্রশান্ত কিশোর। এই কর্মসূচিতে নেতাদের শহর, শহরতলি এবং গ্রামে গিয়ে মানুষের সঙ্গে মেলামেশা এবং রাত্রিযাপনের কথা বলা হয়েছিল। বিধানসভা নির্বাচনে এইকর্মসূচির ফল পেয়েছিল তৃণমূল। এবার তিনি না থাকলেও, ওই একই ধাঁচে মূলত লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে পঞ্চায়েত নির্বাচন থেকেই সলতে পাকানোর কাজ শুরু করতে চাইছে তৃণমূল। তবে সূত্রের খবর, এই কর্মসূচি চালুর করার ব্যাপারে বারবার দাবি করে আসছেন অভিষেক। সেই দাবিতে সায় দিয়েছেন মমতাও। ইতিমধ্যেই মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্রামে চলো কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচিতে বেশ সাড়াও মিলছে। এবার সার্বিক ভাবে এই কর্মসূচি নেওয়া হচ্ছে।