৫ দিন ধরে খাঁচায় বন্দি মেছো বাঘ

কুমিল্লার নাঙ্গলকোটে পাঁচ দিন ধরে একটি মেছো বাঘ খাঁচায় বন্দি হয়ে আছে। এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বন বিভাগের কর্মকর্তাদের জানান। তবে পাঁচ দিনেও বাঘটি উদ্ধার করা হয়নি। বর্তমানে প্রাণীটি রয়েছে পেরিয়া ইউনিয়নের চেহরিয়া পূর্বপাড়ার কিশোর রাসেল ও বাবলুর কাছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) স্থানীয়সূত্রে জানা যায়, উপজেলার চেহরিয়া গ্রামের বাবলু নামে এক কিশোর গত ১৮ ডিসেম্বর জমির ধান কাটতে গিয়ে দেখে একটি মেছো বাঘ মরা ছাগলের মাংস খাচ্ছে। সে সময় স্থানীয় লোকজন মেছো বাঘটিকে আটক করে। স্থানীয়রা খাবার দিলেও বন্দি অবস্থায় সেটি খাচ্ছে না।

এ ব্যাপারে শুক্রবার নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে বাঘ আটকের বিষয়টি শুনেছি। বিষয়টি বন কর্মকর্তাকে জানানো হয়েছে।’

নাঙ্গলকোট উপজেলা বন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বাঘটি আটকের বিষয়টি শুনেছি। বাঘটি উদ্ধার করে কুমিল্লায় পাঠানো হবে।’