Coronavirus Live : ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২০১, আদৌ কতটা ভয়ের পরিসংখ্যান ?

<p><strong>নয়াদিল্লি :&nbsp;</strong> চিনে ফের ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত। চিনে প্রতিদিন ১০ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, অন্তত ৫ হাজার জনের মৃত্যু হচ্ছে। রিপোর্টে এমনই দাবি করল লন্ডনের গবেষণাকারী সংস্থা এয়ারফিনিটি। &nbsp;জানুয়ারিতে শুধু চিনেই করোনা আক্রান্তের সংখ্যা পেরোতে পারে সাড়ে ৩০ লক্ষ, দাবি ব্রিটিশ সংস্থার।&nbsp;</p>
<p>জাপানে করোনার অষ্টম ঢেউ দেখা দিয়েছে। সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছে প্রায় ২লক্ষ ৭হাজার জন। এর আগে ২৫ অগাস্টে প্রথম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ২ লক্ষ ।</p>
<ul>
<li>দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই।&nbsp;</li>
<li>গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০১ জন।&nbsp;</li>
<li>গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে।</li>
<li>দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৬ হাজার ৬৭৮।</li>
<li>এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬৯০ জনের।&nbsp;</li>
<li>বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৬ লক্ষ ৭৭ হাজার ২৬৬ জনের।</li>
<li>মোট আক্রান্তের সংখ্যা ৬৫ কোটি ৬৫ লক্ষ ৮৪ হাজার ৩৬৩।</li>
</ul>