World Football Highlights: | World Football Highlights: মেসির বিশ্বজয়, ম্যান ইউনাইটেড-রোনাল্ডো ভাঙন, ২০২২ সালে বিশ্ব ফুটবলের সাত-সতেরো


কলকাতা: আর মাত্র কয়েকদিন, তারপরেই নতুন বছর। শেষ হতে চলেছে ঘটনাবহুল ২০২২ সাল। এই বছরেই মেসির বিশ্বকাপ জয় থেকে রোনাল্ডো-ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সম্পর্কে ভাঙন, করিম বেঞ্জেমার ব্যালন ডি’অর এবং অবসরের মতো একাধিক ঘটনা ঘটেছে। বছর শেষের আগে এক নজরে ২০২২ সালের বিশ্ব ফুটবলের সাত-সতেরো।

মেসির বিশ্বজয়

কাতারে বিশ্বজয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল আর্জেন্তিনা ফুটবল দল। সম্ভবত লিওনেল মেসির (Lionel Messi) শেষ বিশ্বকাপে কাপ নিয়েই কাতার ছাড়ল লা আলবিসেলস্তে। লুসেইল স্টেডিয়ামে এক মায়াবী রাতে ফ্রান্সকে পেনাল্টিতে ৪-২ ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা। অবশেষে লিওনেল মেসির স্বপ্নপূরণ হয়েছে। এই বিশ্বকাপেরও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। প্রথম ফুটবলার হিসাবে একাধিক গোল্ডেন বল জিতলেন মেসি।

রোনাল্ডো-ম্যান ইউনাইটেড ভাঙন

গত মরসুমেই জুভেন্তাস ছেড়ে নিজের প্রাক্তন দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। রেড ডেভিলসের হয়ে তাঁর প্রত্যাবর্তনটা যতটা নাটকীয় ছিল, তাঁর বিদায়টাও ঠিক ততটাই নাটকীয় পরিস্থিতিতে ঘটে। ম্যান ইউনাইটেডের হয়ে মরসুমের বেশিরভাগ সময়টাই রোনাল্ডোকে বেঞ্চে বসে কাটাতে হয়। এই নিয়েই কোচ এরিক টেন হাগের সঙ্গে মনোমালিন্য হয় রোনাল্ডোর। বিশ্বকাপের পূর্বে এক বিস্ফোরক সাক্ষাৎকারে দল ও দলের কোচের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন রোনাল্ডো। ফলশ্রুতিতে বিশ্বকাপের মাঝপথেই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ম্যান ইউনাইটেড ‘সিআর৭’-র চুক্তি বাতিল করে। অনেক জল্পনা শোনা গেলেও এখনও রোনাল্ডো সরকারিভাবে নতুন কোন ক্লাবে যোগ দেননি।

এমবাপের চুক্তি

২০২১-২০২২ মরসুম শেষেই পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) চুক্তি শেষ হয়। ফরাসি তারকা কোন দলে যোগ দেবেন সেই নিয়ে বিস্তর জলঘোলা হয়। এক সময় এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে তীব্র জল্পনা চলছিল। তবে রিয়াল মাদ্রিদের প্রস্তাব নাকচ করে পিএসজির সঙ্গেই আরও তিন বছর থাকার সিদ্ধান্ত নেন এমবাপে। 

মেসির ১০০০তম ম্যাচ

কাতার বিশ্বকাপেই ক্লাব ও দেশ মিলিয়ে নিজের কেরিয়ারের ১০০০তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামেন লিওনেল মেসি। সকারুজদের বিপক্ষে গোল করে আর্জেন্তিনাকে কোয়ার্টার ফাইনালে পৌঁছতে সাহায্য করেন মেসি।

রোনাল্ডোর ৭০০তম গোল

এ বছরই দেশ ও ক্লাব মিলিয়ে নিজের কেরিয়ারের ৭০০তম গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এভারটনের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ স্কোরলাইনে জয় পায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেই ম্যাচেই ৭০০তম গোলটি করেন পর্তুগিজ মহাতারকা।

ব্যালন ডি’অর জয়ী বেঞ্জেমা

দুর্দান্ত এক মরসুম শেষে ফ্রান্স ফুটবলের বিচারে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ব্যালন ডি’অর (Ballon d’Or) জেতেন করিম বেঞ্জেমা (Karim Benzema)। রিয়াল মাদ্রিদের হয়ে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ, উভয়ই জেতেন ৩৪ বছর বয়সি বেঞ্জেমা। বিগত ৬৬ বছরে বেঞ্জেমার থেকে বেশি বয়সে আর কোনও ফুটবলার ব্যালন ডি’অর জেতেননি।

রোনাল্ডো-কোচ সংঘাত

মনে করা হচ্ছিল, কেরিয়ারের শেষ বিশ্বকাপে খেলতে নেমে চমক দেখাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। মেসি-নেমারের সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যাঁর নাম একসঙ্গে উচ্চারিত হতো। কিন্তু বিশ্বকাপ সুখের হয়নি ‘সিআর৭’। কোচ ফের্নান্দো স্যান্তোসের সঙ্গে সংঘাতে জড়ান তিনি। তাঁকে প্রথম একাদশে না রেখে দল সাজান স্যান্তোস। যা নিয়ে তোলপাড় হয় ফুটবল বিশ্ব। প্রি কোয়ার্টার ফাইনালে স্যুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ও কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে পরিবর্ত হিসাবে মাঠে নামেন রোনাল্ডো। স্যুইসদের বিরুদ্ধে তাঁর পরিবর্তে নেমে হ্যাটট্রিক করেন গন্সালো রামোস।            

অবসরের ঢল

আন্তর্জাতিক ফুটবল থেকে আগেই অবসর নিয়েছিলেন। কাতার বিশ্বকাপের আগেই খেলোয়াড় হিসাবে ফুটবলকে চিরবিদায় জানান জেরার্ড পিকে। কাতার বিশ্বকাপ শেষেও অবসরের ঢল। বিশ্বকাপ শেষেই সের্জিও বুস্কেতস, করিম বেঞ্জেমা ও এডেন অ্যাজার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন।

টানা ১০ বার চ্যাম্পিয়ন

সর্বাধিকবার বুন্দেশলিগার খেতাব জয়ের কৃতিত্ব রয়েছে বায়ার্ন মিউনিখের দখলে। গত মরসুমেও থোমাস মুলাররাই ফের একবার বুন্দেশলিগার চ্যাম্পিয়ন হয়। এই নিয়ে টানা ১০ বার বুন্দেশিগা জিতল বাভেরিয়ার ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল 

২০১৮ সালের মতোই ফের একবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল একে অপরের মুখোমুখি হয়েছিল। সেইবারের মতো এবারেও শেষ বাঁশি বাজার পর কাপ উঠল লস ব্লাঙ্কোসের হাতেই। ১-০ স্কোরে ম্যাচ জেতে রিয়াল। ম্যাচের একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। এই নিয়ে ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ জিতল রিয়াল।

আরও পড়ুন: জকোভিচের ভ্যাকসিন বিতর্ক, ফেডেরারের অবসর, কমনওয়েলথ রেকর্ড পদক ভারতের, ফিরে দেখা ২০২২