Malda: বাড়ি থেকে জোর করে আমবাগানে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ! ধৃত যুবক

কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আমবাগানে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই কিশোরী। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানা এলাকায়। এই অভিযোগে পুলিশ গ্রামেরই এক যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীর বয়স ১৫ বছর। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে অবস্থিত শৌচাগারে যাচ্ছিল মেয়েটি। সেই সময় ওই যুবক কিশোরীর মুখ চেপে ধরে জোর করে বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত ওই আমবাগানে নিয়ে যায়। সেখানে একটি কুঁড়েঘর রয়েছে। সেই ঘরে কিশোরীকে বারংবার যৌন নির্যাতন করে ওই যুবক। এর ফলে অচেতন হয়ে যায় কিশোরী। পরে সকালে গ্রামেরই এক মহিলা কুঁড়েঘরে কিশোরীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি কিশোরীর বাড়িতে খবর দেন। তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

পরে কিশোরীর পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন গ্রামেরই এক যুবক এই কাজ করেছে। এর পরেই তারা যুবকের বাড়িতে গেলে সেই অভিযোগ পুরোপুরি খণ্ডন করে দেয় যুবক। পরে জ্ঞান ফিরলে কিশোরী যুবকের বিরুদ্ধে ধর্ষণের কথা জানায় পরিবারকে। এরপরে তাঁরা থানায় অভিযোগ জানালে পুলিশ যুবককে গ্রেফতার করে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই কিশোরীর সঙ্গে যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এমনটাই দাবি করেছে অভিযুক্ত যুবকের পরিবার। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।