ছাড়বেন না, তৃণমূল নেতাদের খেঁজুর গাছে বেঁধে হিসেব চান, বড়দিনে দিলীপ-দাওয়াই

ফের শাসক তৃণমূলের বিরুদ্ধে একেবারে কড়া আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। একেবারে জোরালো আক্রমণ। তৃণমূল নেতাদের একেবারে গাছে বেঁধে রাখার পরামর্শ দিলেন দিলীপ ঘোষ। এদিকে দিলীপের এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়েছে বাংলার রাজনৈতিক আঙিনায়। এনিয়ে পালটা দিয়েছেন তৃণমূল নেতৃত্বও।

শক্তিগড়ে সভায় দিলীপ ঘোষ বলেন, গতবার পুলিশ, গুন্ডা দিয়ে মনোনয়নপত্র জমা দিতে দেয়নি তৃণমূল। যারা জিতেছিল পাঁচ বছর লুঠ করেছে। পাবলিকের মারের ভয়ে এখন তারা পালাচ্ছে। কাউকে ছাড়বেন না। গাছে বেঁধে রেখে কলার ধরে হিসেব চাইবেন। কারণ চুরির টাকায় যারা বাড়ি গাড়ি করেছে সেটা আপনার টাকা। পঞ্চায়েতের কাছে পাই পয়সা বুঝে নেবেন। ছাড়বেন না কাউকে। বাড়িতে এলে গামছা দিয়ে ধরবেন। খেঁজুর গাছে বেঁধে রাখবেন। কলার ধরে হিসেব চাইবেন। একেবারে স্বভাবসিদ্ধ আক্রমণ দিলীপ ঘোষের।

তৃণমূল নেতাদের শায়েস্তা করতে একেবারে কড় দাওয়াইয়ের কথা উল্লেখ করলেন দিলীপ ঘোষ। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে একেবারে কড়া দাওয়াই দিয়ে দিলেন দিলীপ ঘোষ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারও ফের ভয়াবহ অশান্তির আশঙ্কা পঞ্চায়েত নির্বাচনে। এবারের ভোটে বিরোধীরা আদৌ মনোনয়নপত্র জমা দিতে পারবেন কি না তা নিয়ে সংশয়টা থেকেই গিয়েছে। আর সেই পরিস্থিতিতে বিজেপির নীচুতলার কর্মীদের চাঙা করতে ও তৃণমূলকে চাপে রাখতে একেবারে ভোকাল টনিক দিলেন দিলীপ ঘোষ।

এদিকে দিলীপ ঘোষের হুঁশিয়ারির জবাবে তৃণমূল সাংসদ শান্তনু সেন সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছেন, দিলীপ ঘোষের মুখ থেকে তো এই ধরনের কথাই বের হবে। উনি তো নিজের দলেই কোণঠাসা। যাদের দল ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার অবস্থা। তারা যে সন্ত্রাসকে হাতিয়ার করে বাঁচতে চাইবেন, গত কয়েক মাস ধরেই তার প্রমাণ আমরা পাচ্ছি। তাই দলের ক্যাডারদের উসকানি দিচ্ছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে,  একদিকে নিয়োগ দুর্নীতি নিয়ে শাসকদলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। অন্যদিকে আবাস যোজনায় একের পর এক অবস্থাপন্ন তৃণমূল নেতাদের নাম। স্বজনপোষন আর দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূল। গ্রামে গ্রামে সাধারণ মানুষের রোষ আছড়ে পড়ছে তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে। আর সেই ক্ষোভের আগুনে কী ধরনের ঘি দিতে হবে সেটাই যেন জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। কলার ধরে, খেঁজুর গাছে বেঁধে রাখার দাওয়াই। গামছা দিয়ে ধরে রেখে হিসেব চাওয়ার পরামর্শও দিয়েছেন দিলীপ ঘোষ।