David Warner Fires Shot At Cricket Australia Over Leadership Appeal


মেলবোর্ন: কেরিয়ারের এক বিরাট মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেলবোর্ন বক্সিং ডে টেস্ট তাঁর কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ। তবু মেজাজ ঠিক নেই ডেভিড ওয়ার্নারের (David Warner)। ক্রিকেট অস্ট্রেলিয়াকে একহাত নিলেন তাদের তারকা বাঁহাতি ওপেনার।

পারথে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে তিনি মানসিকভাবে একেবারেই ভালো জায়গায় ছিলেন না। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে জাতীয় দলের অধিনায়কত্বের বিষয়ে তাঁর উপর থাকা নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি আবেদন করেছিলেন। কিন্তু ওয়ার্নারের অভিযোগ, বোর্ডের তরফে তাঁকে কোনওরকম সহায়তা করা হয়নি। আর সেই কারণেই ক্রিকেট বোর্ডের ওপর ক্ষিপ্ত ওয়ার্নার।

নিজের ১০০তম টেস্ট খেলার আগে ওয়ার্নার বলেছেন ‘পারথ টেস্টে খেলতে নামার আগে আমার মানসিক অবস্থা একেবারেই ভাল ছিল না। যে জায়গায় আমার মানসিকভাবে আমার থাকার কথা ছিল সেই জায়গাতে ছিলাম না। ১০০ শতাংশ মানসিকভাবে ক্রিকেটের প্রতি আমি মনোযোগ দিতে পারিনি। ফলে ওই সময়টা আমার জন্য বেশ কঠিন ছিল।’

অস্ট্রেলিয়া প্রথম টেস্টে ৬ উইকেটে জেতে। তবে ওয়ার্নার রান পাননি। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ রানে আউট হয়ে যান তিনি।

নেতৃত্ব নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন ডেভিড ওয়ার্নার। অ্যারন ফিঞ্চ এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাঁকে নেতৃত্বের জন্য ভাবছেন না অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তারা। ওয়ার্নারের দাবি, নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা খারাপ প্রভাব ফেলছে পারফরম্যান্সে।

ওয়ার্নার বলেছেন, ‘আমি নিজের মতো থাকতে পারলে নিজের মতো সব কিছু সাজিয়ে নিতে পারতাম। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার দিক থেকে কোনও সমর্থন পাচ্ছি না। আমার সতীর্থ এবং দলের অন্যরা অসাধারণ। আমার পরিবার এবং বন্ধুদের কথাও বলব। সকলেই কঠিন সময়ে আমার পাশে রয়েছে।’ আক্রমণাত্মক অজি ক্রিকেটার আরও বলেছেন, ‘গত ফেব্রুয়ারিতেই আমরা বিষয়টা জানতে পেরেছিলাম। কিন্তু কী হচ্ছে আমরা কেউই জানি না। একমাত্র ক্রিকেট অস্ট্রেলিয়াই উত্তর দিতে পারবে। জানতে চাইলেও ওরা উত্তর দেবে না। ওরা অবশ্য কাউকেই কোনও উত্তর দেয় না।’

২০১৮ সালে বল বিকৃতির ঘটনায় জড়িত থাকার জন্য ওয়ার্নার এবং স্মিথকে নেতৃত্ব থেকে নির্বাসিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় কোনও ধরনের ক্রিকেটে আর কখনও এই দুই ক্রিকেটার নেতৃত্ব দিতে পারবেন না বলে জানানো হয়। সে সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন স্মিথ এবং সহ-অধিনায়ক ছিলেন ওয়ার্নার। সম্প্রতি নিয়ম শিথিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও ওয়ার্নারের দাবি, তাঁর সঙ্গে সহযোগিতা করছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: চোট সারেনি, শ্রীলঙ্কার বিরুদ্ধেও সম্ভবত খেলবেন না রোহিত, বাদ পড়তে পারেন রাহুল