ছেলেকে বাঁচাতে পারিনি, মাতালের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না, কাতর আবেদন এমপির

এক মাতাল অফিসারের তুলনায় একজন রিকশা চালক কিংবা শ্রমিক পাত্র হিসাবে অনেক ভালো। আবাসন ও নগর উন্নয়ন দফতরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কৌশল কিশোর এনিয়ে সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, আপনার মেয়েকে কিংবা বোনকে কোনওভাবেই কোনও মাতালের সঙ্গে বিয়ে দেবেন না। কিন্তু কেন এই মন্তব্য করলেন তিনি?

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, মদ্যপদের জীবন অত্যন্ত সংক্ষিপ্ত।নেশা ত্যাগ সংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এনিয়ে মতামত প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। এনিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও জানিয়ে দেন মন্ত্রী। তিনি বলেন, আমি এমপি ও আমার স্ত্রী বিধায়ক হওয়া সত্ত্বেও আমরা আমাদের সন্তানের জীবন বাঁচাতে পারিনি। আমার ছেলের(আকাশ কিশোর) জীবন আমরা বাঁচাতে পারিনি। তাহলে সাধারণ মানুষ কী করবেন?

তিনি বলেন, আমার ছেলে বন্ধুদের সঙ্গে মদ খেত। এটা একেবারে অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। তাকে মদ ছাড়ানোর কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। আমরা ভেবেছিলাম সে হয়তো মদ খাওয়ার মতো খারাপ অভ্যাস ছেড়ে দেবে। এরপর মাস ছয়েক বাদে ছেলে বিয়েও করেছিল। কিন্তু বিয়ের পরে আবার যে কে সেই। ফের মদ খাওয়া শুরু করল আমার ছেলে। আর তারপর ধীরে ধীরে সে মৃত্যুর দিকে এগিয়ে যায়। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বছর দুয়েক আগে আমার ছেলে যখন মারা গিয়েছিল তখন তার ছেলের বয়স ছিল মাত্র ২ বছর।

এর সঙ্গেই তিনি উল্লেখ করেন, আমি আমার ছেলেকে রক্ষা করতে পারিনি। আর আমার বৌমাকে বিধবা হতে হয়েছে। আপনারা আপনাদের মেয়ে, বোনকে রক্ষা করুন। মন্ত্রী উল্লেখ করেন, স্বাধীনতা আন্দোলনে ৯০ বছরে ব্রিটিশের সঙ্গে যুদ্ধে ৬.৩২ লাখ মানুষ জীবন উৎসর্গ করেছিলেন। আর নেশার জেরে প্রতি বছর ভারতে ২০ লাখ মানুষ মারা যান।

উত্তরপ্রদেশের মোহনলালগঞ্জ সাংসদের এমপি জানিয়েছেন, ক্য়ানসারে আক্রান্ত ৮০ শতাংশ মৃত্যু সিগারেট, বিড়ির কারণে হয়। পরিবার বাঁচানোর জন্য় নেশা থেকে দূরে থাকার জন্য তিনি বার বার আবেদন করেছেন।

স্কুলেও এই নেশাবিরোধী প্রচার করার জন্য আহ্বান করেন তিনি। স্কুলে স্কুলে প্রার্থনার সময় নেশাবিরোধী প্রচার করা দরকার বলেও উল্লেখ করেন তিনি। কার্যত নিজের ছেলে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাকে সামনে এনে এদিন তিনি সকলকে অনুরোধ করেন , মদ থেকে দূরে থাকুন। নেশা থেকে দূরে থাকুন। জীবন চলে যাবে। কোনও মদ্যপের সঙ্গে মেয়ে , বোনের বিয়ে দেবেন না।