Howrah-NJP Vande Bharat Express Trial Run: সোমবার ছুটবে হাওড়া-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস! সাড়ে ৭ ঘণ্টায় হবে ট্রায়াল রান

সোমবার ট্রায়াল রান হতে চলেছে হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের। একটি মহলের তরফে এমনই জানানো হয়েছে। ওই মহলের দাবি, ভোর ৫ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ট্রেন ছাড়বে। আবারও নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে বিকেল ৩ টে ৫ মিনিটে।

প্রাথমিকভাবে খবর, আগামী শুক্রবার (৩০ ডিসেম্বর) হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে শুরু করবে। উদ্বোধন করতে আসার কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেজন্য ক্রিসমাসের দিন চেন্নাইয়ের ইন্টিগ্র্যাল কোচ ফ্যাক্টরি থেকে বন্দে ভারত এক্সপ্রেসের রেক এসে পৌঁছেছে। সেই ট্রেন দেখতে যান হাওড়ার ডিআরএম মণীশ জৈন-সহ পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।

তারইমধ্যে ওই মহলের তরফে জানানো হয়েছে, সোমবার (২৬ ডিসেম্বর) হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান হতে চলেছে। ভোর ৫ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে। যা নিউ জলপাইগুড়িতে গিয়ে পৌঁছাবে দুপুর ১ টা ২৫ মিনিটে। অর্থাৎ ৭ ঘণ্টা ৩০ মিনিটে হাওড়া থেকে নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে বন্দে ভারত। 

আরও পড়ুন: Howrah to NJP Vande Bharat Express: ক্রিসমাসে সান্তার উপহার! হাওড়ায় এসে পৌঁছাল গর্বের বন্দে ভারত এক্সপ্রেস: ভিডিয়ো

ওই মহলের তরফে জানানো হয়েছে, ফিরতি পথে দুপুর ৩ টে ৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে। যা রাত ১০ টা ৩৫ মিনিটে হাওড়ায় ঢুকবে ভারতের সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। অর্থাৎ ফিরতি পথেও ৭ ঘণ্টা ৩০ মিনিট লাগবে বলে ওই মহলের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: Howrah-NJP Vande Bharat Express Timings: বিদ্যুৎ গতি! শতাব্দীর থেকে কত কম সময় লাগবে হাওড়া-NJP বন্দে ভারত এক্সপ্রেসে?

এমনিতে ৭ ঘণ্টা ৩০ মিনিটে ট্রায়াল রান সম্পূর্ণ করার পরিকল্পনা থাকলেও প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে বন্দে ভারত এক্সপ্রেসের ৭ ঘণ্টা ৫০ মিনিট সময় লাগবে। যা ওই রুটের শতাব্দী এক্সপ্রেসের থেকে ৩০ মিনিট কম। আবার নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ায় আসতেও ৭ ঘণ্টা ৫০ মিনিট লাগবে বন্দে ভারতের। যে যাত্রা সম্পূর্ণ করতে শতাব্দীর লাগে আট ঘণ্টা পাঁচ মিনিট। একটি মহলের প্রশ্ন, সময়ের যখন বিশেষ হেরফের হচ্ছে না, তখন এত ঢাকঢোল পিটিয়ে কেন বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হচ্ছে? পুরোটাই কি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে করছে সরকার?