Dilip Ghosh: ‘প্রজাপতি’ নিয়ে রাজনৈতিক তরজা, মিঠুনের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে কটাক্ষ দিলীপের

মিঠুন চক্রবর্তী অভিনীত বাংলা ছবি ‘প্রজাপতি’কে ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। নন্দনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একাধিক বাংলা ছবি জায়গা পেলেও ঠাঁই পায়নি অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুনের এই ছবি। এবার এনিয়ে মিঠুন চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে তৃণমূলকে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, এ রাজ্যে তৃণমূল না করলে কোনও সুবিধাই পাওয়া যায় না।

মিঠুন চক্রবর্তী বর্তমানে রাজ্যের অন্যতম সক্রিয় বিজেপি নেতা। সাম্প্রতিক অতিতে বিভিন্নভাবে তিনি রাজ্য সরকারকে তথা শাসক দলকে আক্রমণ করেছেন। সেই কারণেই তাঁর ছবি নন্দনে প্রদর্শন করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ। গত ১৪ ডিসেম্বরেও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একাধিক অভিনেতা ডাক পেলেও মিঠুন চক্রবর্তী কোনও ডাক পাননি। সেই সময় একের পর এক শাসক দলকে কটাক্ষ করেছিল বিরোধীরা। এবার মিঠুনের ছবি নন্দনে প্রদর্শন না করায় আবারও সরব হলেন দিলীপ ঘোষ।

মিঠুন চক্রবর্তী ছাড়াও এই ছবিতে রয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। তিনি নিজে জানিয়েছিলেন, এবার নন্দনে দেখানো হবে না তার ছবি। আবার পরে হবে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘লোকসভা নির্বাচনে লড়তে না চাওয়ায় দেবের ব্যবসা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস না করলে পশ্চিমবঙ্গের কোনও সুবিধা পাওয়া যায় না। মিঠুন চক্রবর্তীকে ফিল্ম ফেস্টিভ্যালে ডাকা হয় না। আবার কখনও তাঁর ছবি রিলিজ করতে দেওয়া হয় না।’ তিনি রবিবার বর্ধমানে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এ কথা বলেছেন। যদিও ফিরহাদ হাকিম বলেন, ‘এসব ছোটখাটো বিষয়। উনি হয়তো জানেন না কীভাবে নন্দনে সিনেমার প্রদর্শিত হয়। তার কিছু নিয়ম আছে। হয়তো ওদের জমা দিতে দেরি হয়ে গেছিল। তাছাড়া আমাদের সাংসদ দেব রয়েছে। আমরা দেবকে নিয়ে গর্বিত।’