Kolkata News WB Coronavirus Update 9 Has Been Tested Covid Positive


কলকাতা: রাজ্যে ফের বাড়ল সংক্রমণ (Covid 19)। যদিও এখনও দৈনিক সংক্রমণ দুই অঙ্কের ঘরে পৌছয়নি। তবুও, যে হারে একাধিক দেশে সংক্রমণ লাগামছাড়াভাবে বাড়ছে, তাই উদ্বেগে ভারতও। গত কয়েকবছরের নিরিখে বছর শেষ এবং বছর শুরুর এই সময়টাতেই আচমকাই হুহু করে বেড়েছে কোভিড পজিটিভের সংখ্যা। একসপ্তাহের মধ্যে লাফিয়ে লাফিয়ে হাজারের পথেও যেতে দেখা গিয়েছে। যদিও এই অভিজ্ঞতা রয়েছে দেশের। তাই কোভিডের এই ভ্যারিয়েন্ট নিয়ে বেশ চিন্তায় স্বাস্থ্য দফতর। সবথেকে বড় কথা বুস্টার ডোজ কতজন এখনও পাননি ? প্রশ্নটা রয়েই গিয়েছে। এদিকে বড়দিনে অর্থাৎ গত ২৪ ঘন্টায়, ২৫ ডিসেম্বরের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কোভিড ফের বেড়ে পজিটিভ ৯ জন। 

২৫ ডিসেম্বরের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে কোভিড পজিটিভ হলেন ৯ জন। তবে এইমুহূর্তে কোভিডে মৃত্যু শূন্য রয়েছে বাংলা। শেষ পাওয়া বুলেটিনের তথ্য অনুযায়ী, হোম আইসোলেশনে রয়েছেন ৪৭ জন। উৎসবের মরসুমে এখনও হাসপাতালে চিকাৎসাধীন ৬ জন। জানা গিয়েছে, গোটা রাজ্যে মোট কোভিড টেস্ট করেছেন  ৪ হাজার ৬৩৮ জন। কোভিড ভ্যাকসিন নিয়েছেন, ৩২৭৭ জন। তবে আগের থেকে কোভিড পজিটিভিটির হার আগের থেকে বেড়েছে। এই মুহূর্তে হার বেড়ে ০.১৩ শতাংশ থেকে ০.২১ শতাংশ।

আরও পড়ুন, কেন্দ্রকে জানাতে হবে, কোভিড মোকাবিলায় তৈরি তো? তড়িঘড়ি হাসপাতালদের সঙ্গে বৈঠকে রাজ্য

 কোভিড নিয়ে উদ্বেগের মধ্যেই সমস্ত রাজ্যের কাছে কোভিড প্রস্তুতি সংক্রান্ত তথ্য চাইল কেন্দ্র। এর প্রেক্ষিতে সোমবার  কলকাতার সমস্ত সরকারি হাসপাতাল ও জেলাগুলির সঙ্গে বৈঠকে বসছে স্বাস্থ্য দফতর। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 এর মোকাবিলায় দেশের হাসপাতালগুলি কতটা প্রস্তুত তা জানতে আগামীকাল, অনলাইনে সব তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে পাঠাতে হবে। পাশাপাশি, ভিডিও কনফারেন্সে কোভিড হাসপাতালগুলির ব্য়বস্থা খতিয়ে দেখতে পারেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। রাজ্যগুলিকে পাঠানো কেন্দ্রের অ্যাডভাইসরিতে বলা হয়েছে, জেলার কোভিড সংক্রান্ত সব তথ্য পাঠাবেন সংশ্লিষ্ট জেলাশাসক। কেন্দ্রের পাঠানো অ্যাডভাইসরিতে মূলত হাসপাতালগুলির পরিকাঠামো সংক্রান্ত যাবতীয় তথ্য অনলাইনে জানাতে বলা হয়েছে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator