Relationship Tips: প্রথম বার ডেটিংয়ে যাচ্ছেন? কী কী মাথায় রাখবেন

শীতের আমেজে প্রিয় সঙ্গীর সঙ্গে সময় কাটানোর অনুভূতিই আলাদা। বড়দিনের উৎসবে হোক বা নতুন বছরের রাত, সঙ্গীকে নিয়ে অনেকেই প্রিয় জায়গায় ঘুরতে যান, প্রিয় রেস্তোরাঁয় সময় কাটান। শীতের মরশুমে প্রিয়জনের সঙ্গে মুহূর্ত কাটানোর উষ্ণতা কেউ মিস করতে চান না। তবে ডেটিং-এর সময় কিছু বিষয় মনে রাখলে কাটানো মুহূর্তগুলি আরও সুন্দর করে তোলা সম্ভব। গোল্ডেন কান্ট্রি ম্যানেজার ইন্ডিয়ার সাইবিল সিদেল তেমনই কয়েকটি টিপস দিচ্ছেন ডেটিং কাপলদের।

শীতে উৎসবের মরশুমে একঝাঁক সিনেমা মুক্তি পায়। সিনেমা হলে প্রিয়জনের সঙ্গে পছন্দের সিনেমা দেখার রোমাঞ্চই আলাদা। এছাড়াও, এই মরশুমে দুজনে মিলে কেক বানানো থেকে নতুন নতুন পদ রান্না করতে পারেন। তবে সাইবিলের কথায়, যা-ই করুন, মনে বিশ্বাস রেখে করতে হবে। প্রথমেই আপনাকে বুঝতে হবে সম্পর্ক থেকে আপনার কী আশা রয়েছে। এছাড়াও সম্পর্কে নিজের অবস্থান নিজেকে উপলব্ধি করতে হবে। এতে মনেও আত্মবিশ্বাস আসবে। মনের আত্মবিশ্বাস সম্পর্ককে মজবুত করে।

শীতের সময় শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়। সেখানেও প্রিয়জনকে ঘুরতে যাওয়া যেতে পারে। এতে পরস্পর পরস্পরকে বেশ কিছুটা সময় দিতে পারবেন। দুজন দুজনের ভালো লাগা খারাপ লাগাগুলিও আবিষ্কার করা যায়। মনোবিদদের কথায়, পোশাক পরার ধরনের উপরেও অনেকটা মন দেওয়া নেওয়া নির্ভর করে। শীতের পোশাক হিসেবে গরম জামা বেছে নেওয়ার পাশাপাশি নিজের স্টাইলকেও ধরে রাখতে হবে। যে পোশাক পরে নিজেকে আত্মবিশ্বাসী মনে হয়, সেই পোশাকই পরা ভালো। এতে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর মুহূর্তও বেশ মধুর হয়ে ওঠে। অন্যদিকে আত্মবিশ্বাসের অভাব হলে সঙ্গীর উপর তার প্রভাব পড়ে। আত্মবিশ্বাসের অভাবে সময় কাটানোর মধ্যে একটু অন্যমনস্ক ভাবও আসতে পারে।

ডেটিং সঙ্গীর সঙ্গে প্রথম দেখার মুহূর্ত দুজনের কোনও কমন পছন্দের জায়গায় করাই ভালো। এতে দুজনেই কথা বলার সময় কোনও অস্বস্তি বোধ করবেন না। এর পাশাপাশি সঙ্গীর ইচ্ছেকেও অল্প বিস্তর প্রশ্রয় দেওয়া ভালো। এতে সে কতটা গুরুত্ব পাচ্ছে, তা প্রথম থেকেই বুঝতে পারে। এতে সম্পর্কও আরও গভীর হয়। এবং পরস্পরের ব্যাপারে ভালো ইম্প্রেশনও তৈরি হয়।

ডেটের সময় ভালো ব্যবহারের কথা সবসময় মাথায় জরুরি। এর জন্য কোনওমতেই মাথা গরম করা ঠিক নয়। বরং কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা করা জরুরি। এতে সঙ্গীর মনেও আপনার সম্পর্কে ভালো ধারণা তৈরি হবে।