Viral Video of Chinese Couple Shopping: কোভিড থেকে বাঁচতে নিজেদের বিশাল প্লাস্টিকে ‘ভরল’ চিনা দম্পতি,দেখুন ভাইরাল ভিডিয়

কোভিডে জর্জরিত চিনে সংক্রমণ প্রতিরোধ করার এর অভিনব উপায় বাতলে দিলেন এক দম্পতি। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যাতে দেখা গিয়েছে, এক বিশাল প্লাস্টিকে নিজেদের ভরে রাস্তায় হাঁটা চলা করছেন, বাজার করছেন এক দম্পতি। ভিডিয়ো ভাইরাল হতেই দম্পতির এই অভিনব ভাবনা চিন্তা বেশ সাড়া ফেলেছে। দেখা গিয়েছে, এক বিশাল প্লাস্টিকের মধ্যে ঢুকে রাস্তায় হাঁটছেন দু’জন। প্লাস্টিক যাতে মাথায় পড়ে না থাকে, তার জন্য ছাতা দিয়ে তা মাথার ওপরে ধরে রেখেছেন যুবক। পিপলস ডেইলি চায়না এই দম্পতির ভিডিয়ো টুইট করেছে। তাতে দেখা গিয়েছে, দম্পতি প্লাস্টিকের ‘রক্ষাকবচ’ নিয়ে বাজার করতে গিয়েছেন। সেখানে কিছু কিনলে প্লাস্টিক তুলে নিচে দিয়ে টাকা দিয়ে জিনিস নিচ্ছেন। অন্য সময় প্লাস্টিক পুরোপুরি তাদের ঢেকে রেখেছে। যাতে কেউ কাশলে বা হাঁচি দিলে তারা সংক্রমিত না হন, এর জন্যই এই অভিনব পন্থা।

চিনে বিগত প্রায় একমাসে করোনা অতিমারি ভয়াবহ আকার ধারণ করেছে। চিনা সরকার আসল তথ্য প্রকাশ না করলেও বিভিন্ন রিপোর্টে ফুটে উঠছে বিভীষিকাময় চিত্র। ‘জিরো কোভিড’ নীতি প্রত্যাহারের পর থেকেই এই ভয়াবহ পরিস্থিতি সেদেশে। উল্লেখ্য, কোভিড রুখতে বিগত বেশ কয়েক মাস ধরে লকডাউন জারি ছিল চিনের বিভিন্ন শহরে। গোটা বিশ্ব যখন স্বাভাবিকের পথে ফিরেছে, সেখানে চিনা সরকারের এই কড়াকড়ি হজম হয়নি সেদেশের জনগণের। কোভিড বিধিনিষেধ প্রত্যাহার করতে আইন অমান্য করে রাস্তায় নামেন বহু মানুষ। চাপের মুখে বেজিং কোভিড নীতি শিথিল করে। তবে তারপর থেকেই ক্রমেই জটিল হয়েছে পরিস্থিতি। আর এরই মাঝে সামনে এল চিনা দম্পতির কোভিড প্রতিরোধের এই অভিনব ভিডিয়ো।

এদিকে চিনে ইতিমধ্যেই করোনা তথ্য প্রকাশ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সাম্প্রতিককালে ব্লুমবার্গের এক রিপোর্টে দাবি কার হয়েছিল, গত ২০ ডিসেম্বর, সে দেশে একদিনেই ৩.৭ কোটি মানুষ কোভিড আক্রান্ত হন। জানুয়ারি মাসে সংখ্যাটা ৪ কোটি ছুঁতে পারে। দৈনিক এত কোটি মানুষ কোভিড আক্রান্ত হওয়ায় চিনের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। হিসেব বলছে ডিসেম্বরের প্রথম ২০ দিনেই চিনে ২৪.৮ কোটি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন চিনে। দেশটির জনসংখ্যার ১৮ শতাংশই কোভিডে আক্রান্ত হয়েছেন বিগত এই কয়েকদিনে। এদিকে অন্য বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে আগামী কয়েক মাসে চিনে কোভিড অতিমারির তিনটি ঢেউ আছড়ে পড়বে। পাশাপাশি এও দাবি করা হয়েছে যে প্রায় ১০ লাখ মানুষ এই সংক্রমণের ঢেউতে প্রাণ হারাবেন।