Zelensky calls PM Modi: যুদ্ধের মাঝে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির ফোন মোদীকে! জানালেন জি ২০র শুভেচ্ছা বার্তা

গোটা বিশ্ব যখন ক্রিসমাসের আনন্দ উপভোগ করছে তখন ভলোদিমির জেলেন্সকির দেশ রণক্লান্ত। দিকে দিকে ধ্বংসস্তূপ আর রুশ হামলার প্রমাণ। রক্তক্ষয়ী যুদ্ধে এখনও রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধে এগিয়ে চলেছে ইউক্রেন। আর সেই ইউক্রেন থেকেই এবার এল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বার্তা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জি ২০ এর সভাপতিত্বদের শুভেচ্ছাবার্তা দিয়ে সঙ্গে প্রসঙ্গ তুলেছেন শান্তির।

এক টুইটে ভলোদিমির জেলেন্সকি জানান, এদিন তিনি ফোন কল করে নরেন্দ্র মোদীকে জি ২০ এর সভাপতিত্বের শুভেচ্ছা বার্তা জানান। পাশাপাশি জেলেন্সকি শান্তি প্রসঙ্গে জোর দিয়ে, জানান, তিনি ও তাঁর দেশ শান্তির পক্ষে, আর শান্তিকে বাস্তবায়িত করতে ভারতের পদক্ষেপ কী হয়, তার দিকে তাকিয়ে গোটা ইউক্রেন। উল্লেখ্য, আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে জেলেন্সকির এই টুইট বার্তা বেশ প্রাসঙ্গিক। তাঁর টুইটে জেলেন্সকি লেখেন, ‘আমি আজ ফোন কল করেছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁকে জি ২০র সভাপতিত্বের জন্য শুভেচ্ছা বার্তা জানাই। এই প্ল্যাটফর্ম থেকে আমি শান্তির উপায়ের ঘোষণা করছি, আর আমি ভারতের দিকে তাকিয়ে রয়েছি এটি বাস্তবায়িত করার ক্ষেত্রে ভারতের অংশ নেওয়ার দিকে। আমি রাষ্ট্রসংঘকে তাদের সমর্থন ও মানবিক সাহায্যের জন্য ধন্যবাদ জানাই।’

প্রসঙ্গত, চলতি বছরে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইউক্রেনে রুশ হামলা। তারপর থেকেই রক্তক্ষয়ী বিপর্যয় নেমে এসেছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির দেশে। লড়াই তিনি থামাননি। তবে শান্তির পথেও বহু চেষ্টা করে যাচ্ছেন জেলেন্সকি। এরই মাঝে সদ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর দেশ যুদ্ধ নিয়ে আলোচনায় রাজি। তবে তাঁর ‘অভিযোগ’ তাঁর ‘বিপক্ষ’ শিবির অর্থাৎ ইউক্রেন সেই আলোচনায় আসতে চাইছে না। এদিকে, কূটনীতির আঙিনায় রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক বেশ ইতিবাচক খাতে বইছে। সেই জায়গা থেকে জেলেন্সকির বার্তার পর নরেন্দ্র মোদীর সরকার কোন পথে হাঁটে জি ২০ এর আগে সেদিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব।