Bengal Vs Nagaland Ranji Match Day 1


কলকাতা: নাগাল্যান্ডের (Nagaland) বিরুদ্ধে রঞ্জিতে (Ranji Trophy) নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নামল বাংলা (Bengal)। প্রথম দিনেই বাংলার বোলারদের দাপট দেখা গেল। নাগাল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিলেন তরুণ বঙ্গ স্পিনার প্রদীপ্ত প্রামানিক (Pradipta Pramanik)। মূলত তাঁর বোলিং দাপটেই দিনের শেষে নাগাল্য়ান্ডের স্কোর ১৬৬/৯। এদিন অভিষেক হল করণ লালের (Karan Lal)। যদিও এদিন ৪ ওভারে ১৩ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি।

এদিন বাংলার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নাগাল্যান্ড। কিন্তু দ্রুত উইকেট হারাতে থাকে তারা। প্রথম ১০ ওভারে মাত্র ২১ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট হারায় নাগাল্যান্ড। টপ অর্ডারের তিনজনের উইকেট হারিয়ে প্রথমে চাপে পড়ে যায় বাংলা। বাংলার হয়ে প্রদীপ্ত ৪৩ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন। অন্য়দিকে ঈশান পোড়েন ১২ রানে ১ উইকেট নেন। শাহবাজ আহমেদ ৫৩ রানের বিনিময়ে ১ উইকেট নেন। নাগাল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন চেতন বিস্ত। তিনি ৬৪ রানের ইনিংস খেলেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে নেই বিরাট, রোহিত?

 শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল (Indian Cricket Team)। আর সেই সিরিজে নাও খেলতে পারে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। এখনও পর্যন্ত রোহিতের (Rohit Sharma) আঙুলের চোট সারেনি। দ্বিতীয় ওয়ান ম্যাচে খেলার সময় চোট পেয়েছিলেন। তবে তাদের ২ জনকেই ওয়ান ডে সিরিজে পাওয়া যাবে হয়ত। তবে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।

সূত্রের খবর, চেতন শর্মার (Chetan Sharma) নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী লঙ্কা বাহিনীর বিরুদ্ধে যে স্কোয়াড ঘোষণা করতে চলেছেন, সেখানে বিরাটকে ও রোহিতকে বাদ দিয়েই হয়ত দল সাজাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, ”বিরাট কোহলি আমাদের বলেছেন যে উনি টি-২০ খেলবেন না। ও একেবারে ওডিআই সিরিজ খেলবে। তবে ঠিক কতদিনের জন্য টি-২০ ক্রিকেট থেকে বিরতি নিচ্ছে তা এখনও পরিষ্কার হয় আমাদের কাছে। কিন্তু ওকে আমরা গুরুত্বপূর্ণ সিরিজের জন্য পরিকল্পনায় রাখছি। রোহিতকে নিয়ে আমরা এখনই কোনও কঠিন সিদ্ধান্ত নিতে চাই না। তাড়াহুড়ো করতে চাই না। ও ফিট হলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ও ব্যাটিং করছে, তবে ঝুঁকি নেব না।”

আরও পড়ুন: শততম টেস্টে অনবদ্য দ্বিশতরান, সমালোচকদের যোগ্য জবাব দিলেন ওয়ার্নার