মেট্রোরেল চলাচল দেখতে মুখিয়ে জনসাধারণ

আর কিছুক্ষণের মধ্যে চালু হতে যাচ্ছে স্বপ্নের মেট্রোরেল। সেই স্বপ্নের বাস্তবায়ন দেখতে মুখিয়ে আছেন স্থানীয় জনসাধারণ। তারা ভিড় জমাচ্ছেন আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে।

বুধবার (২৮ ডিসেম্বর) আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে কথা হয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সঙ্গে। তারা মেট্রোরেল নিয়ে তাদের অনুভূতি তুলে ধরেন বাংলা ট্রিবিউনের কাছে। তিতুমীর কলেজের অনার্স প্রথম বর্ষের দুই শিক্ষার্থী মো. বাপ্পি হোসাইন রনি ও ইমরান নাজির এসেছেন স্বচক্ষে মেট্রোরেল দেখতে। জানতেন না প্রথম দিনই চড়া যাবে না। তবে আক্ষেপ নেই। আগামীকাল আবার আসবেন। আপাতত মোবাইলেই উদ্বোধন অনুষ্ঠান দেখছেন।

মো. বাপ্পি হোসাইন রনি বলেন, ‘আমাদের আবেগের নাম মেট্রেরেল। আমরা এখানে ইতিহাসের প্রত্যক্ষদর্শী হতে এসেছি।’

নির্বাচন কমিশনে দায়িত্ব পালনে সাপ্তাহখানেক আগে ঢাকায় এসেছেন আনসার বাহিনীর সদস্য সুজয় বরুয়া। তিনিও মেট্রোরেলের চলাচল দেখতে আগারগাঁও স্টেশনে এসে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘মেট্রোরেল ঢাকাবাসীর জন্য অনেক সুবিধা নিয়ে আসবে। দেশের জন্য এটি একটি যুগান্তরকারী উদ্দ্যোগ।’

আগারগাঁওয়ের বাসিন্দা মুদি দোকানি মো. মিজানুর রহমান বলেন, ‘এটা অনেক আনন্দের। এখন বাসার সামনে থেকেই জ্যাম ছাড়াই কত জায়গায় যাওয়া যাবে। এখন আমারা বিদেশিদের চাইতে কম না।’

রিকশা চালক মোহাম্মদ লাবলু আগ্রহ নিয়ে তাকিয়ে ছিলেন আগারগাঁও স্টেশনের দিকে। তিনি বলেন, ‘আগে মেট্রোরেল ছিল না, এখন চালু হচ্ছে– এইটা তো আনন্দের। দেশের মানুষ এখন মেট্রোরেলে চড়তে পারবে, ভাবতেই ভালো লাগছে। এখন যদি যানজটটা একটু কমে!’