COVID-19 Live Updates get know the latest updates about the new variant vaccine and situations for December 28

কলকাতা: চোখ রাঙাচ্ছে করোনা (Novel Coronavirus)। ভয় দেখাচ্ছে, ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট BF.7 (Omicron BF.7)। চিনের পরিস্থিতি দেখে সতর্ক হয়েছে ভারত (COVID Live Updates)। কোভিড চিকিৎসায় ছাড়পত্র দেওয়া হয়েছে নেজাল ভ্যাকসিনকে (Nasal VAccine), অর্থাৎ ইঞ্জেকশন নয়, ফোঁটার আকারে নাকে প্রয়োগ করা হবে নেজাল ভ্যাকসিন। দু’টি টিকা হয়ে গিয়েছে যাঁদের, বুস্টার ডোজ হিসেবে তাঁরা নিতে পারবেন এই নেজাল ভ্যাকসিন। তবে ইতিমধ্যেই বুস্টার ডোজ নিয়েছেন যাঁরা, তাঁদের নিতে হবে না (COVID Situation)।

করোনার নেজাল ভ্যাকসিনের দামও নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। GST বাদে নেজাল ভ্যাকসিনের দাম পড়বে ৮০০ টাকা। বেসরকারি হাসপাতালে টিকা নিতে গেলে GST ও হাসপাতালের খরচ নিয়ে আনুমানিক ১ হাজার টাকা দাম পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কয়েকদিন আগেই দেশের প্রথম নেজাল ভ্যাকসিনে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরকার। আপাতত বেসরকারি হাসপাতালে মিলবে নেজাল ভ্যাকসিন। এই ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন আঠেরো ঊর্ধ্বরা। 

এ দিকে, কলকাতা পুরসভার বহু স্বাস্থ্যকেন্দ্রে মিলছে না করোনার বুস্টার ডোজ। ভ্যাকসিন নিতে গিয়ে ফিরতে হচ্ছে অনেককেই। মঙ্গলবার ১১ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। 

করোনা নিয়ে উদ্বেগের মধ্যেই, কেন্দ্রের নির্দেশ মতো, রাজ্যের ৪০টি হাসপাতালে গতকাল হয় মক ড্রিলও। কলকাতায় প্রস্তুতি তিন হাসপাতালে। হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ডের সংখ্য়া কত? হাসপাতালে কতজন কোভিড বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স রয়েছেন, এই সব তথ্য আপলোড করতে হবে কেন্দ্রের ওয়েবসাইটে।