Abhimanyu Eswaran And Sudip Gharami Scores Century Against Nagaland In Ranji Trophy Match


কলকাতা: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) নাগাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় দিনেই চালকের আসনে বাংলা (Brengal Cricket)। প্রথম দিনে প্রদীপ্ত প্রামানিকের (Pradipta Pramanik) দুরন্ত বোলিং তো দ্বিতীয় দিনে অধিনায়ক অভিমন্য়ু ঈশ্বরণ (Abhimanyu Eswaran) ও সুদীপ ঘরামি (Sudip Gharami) শতকান হাঁকালেন। ৩০ রানের জন্য নিজের দ্বিশতরান মিস করলেন অভিমন্যু (Abhimanyu Eswaran)। ১৭০ রানের ইনিংস খেলেন বাংলা অধিনায়ক। অন্যদিকে ১০৪ রানের ইনিংস খেলেন সুদীপ ঘরামি। 

গতকাল ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান বোর্ডে তুলেছিল নাগাল্যান্ড। এদিন সকালে বাকি একটি উইকেট তুলে নিলেন প্রদীপ্ত। ৪৩ রানে ৬ উইকেট তুলে নিলেন বাংলার এই স্পিনার। জবাবে ব্য়াট করতে নেমে কৌশিক ঘোষের উইকেট দ্রুত হারায় বাংলা। এরপর অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামি মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ২১৮ বলে ১৬টি বাউন্ডারির সাহায্যে ১৭০ রানের ইনিংস খেলেন বাংলার অধিনায়ক। অন্যদিকে ১৭৮ বলে ১০৪ রানের ইনিংস খেলেন সুদীপ ঘরামি। তিনি ১১টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। তবে ২ জনেই আউট হন এদিন। অনুষ্টুপ ৩০ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৩৩৬ রান বোর্ডে তুলে নেয় বাংলা। 

দায়িত্ব ছাড়লেন রাসেল ডমিঙ্গো

আচমকা পদত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের (Bangladesh Cricket Team) হেড কোচ রাসেল ডমিঙ্গো (Russell Domingo)। সম্প্রতি ভারতকে ওয়ান ডে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। তবে টেস্ট সিরিজে লড়াই করলেও ভারতের কাছে ২-০ ব্যবধানে হারতে হয়েছে শাকিব আল হাসানদের। তারপরই ইস্তফা দিলেন শাকিব-লিটন দাসদের কোচ।

সদ্যসমাপ্ত মীরপুর টেস্ট শেষ হওয়ার পরপরই বড়দিনের ছুটি নিয়ে দক্ষিণ আফ্রিকা চলে গিয়েছিলেন ডমিঙ্গো। সেখান থেকে মঙ্গলবার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে মীরপুর টেস্ট শেষ হওয়ার দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় দলের কোচিং স্টাফে পরিবর্তন আসতে পারে। পরের দিন সেটি স্বীকার করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। যদিও হেড কোচ পদ ছাড়তে পারেন, সেটি তখন বলেননি তাঁরা। তবে জালাল ইউনুসের কথায় অনেকটাই পরিষ্কার হয়ে যায়, ডমিঙ্গো আর থাকছেন না। তিনি বলেছিলেন, ‘আমাদের এমন কোচ দরকার, দলের ওপর যাঁর প্রভাব থাকবে।’