WB congress: ভারত জোড়োর আদলে ‘সাগর থেকে পাহাড়’ যাত্রার সূচনা করলেন অধীর চৌধুরী

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সমর্থনে বাংলায় গঙ্গাসাগর থেকে কার্সিয়াং পর্যন্ত যাত্রা সূচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ২৩ জানুয়ারি পর্যন্ত রাজ্যের ১০টি জেলা পরিক্রমা করবেন কংগ্রেস কর্মীরা। বিজেপি বিরোধী সকলকেই এই যাত্রায় আমন্ত্রণ জানিয়েছেন প্রদেশ সভাপতি।

রাহুল গান্ধীর নেতৃত্বে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা চলছে। এই যাত্রা গাজিয়াবাদের কাছে লোনি হয়ে উত্তরপ্রদেশে পৌঁছাবে আগামী ৩ জানুয়ারি। এরপর এটি বাগপত ও শামলি হয়ে হরিয়ানায় পৌঁছাবে। তারই আদলে বাংলায় যাত্রার সূচনা হল। যাত্রা শুরুর আগে বুধবার সকাল ১০টায় মিছিল করে গঙ্গাসাগর থেকে জল নেন কংগ্রেস কর্মীরা। সেই সময় উপস্থিত ছিলেন কংগ্রেসের তরফে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত চেল্লাকুমার, সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ আরও অনেকে। এই যাত্রার নাম দেওয়া হয়েছে ‘সাগর থেকে পাহাড়’। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে সাগর ব্লকে দু’দিন থাকবে এই যাত্রা তারপর তা পাথরপ্রতিমায় পৌঁছবে। এই ভাবেই পায়ে হেঁটে সুন্দরবন থেকে দার্জিলিঙে পৌঁছবে যাত্রা।

এই যাত্রার সূচনা করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন,’আজ কংগ্রেসের ১৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। কংগ্রেসের আবেগ, কৃষ্টি ও ধর্মনিরপেক্ষতার আদর্শকে সামনে রেখে শুরু হয়েছে এই ভারত জোড়ো যাত্রা। আমরা প্রদেশ কংগ্রেসের তরফে শুরু ‘সাগর থেকে পাহাড়’। এই যাত্রায় কংগ্রেস কর্মীরা বিভিন্ন গ্রামে গ্রামে যাবেন।

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা যে ভাবে একাংশের মানুষের সমর্থন পাচ্ছে, তাতে কিছুটা হলেও অক্সিজেন সঞ্চার হয়েছে কংগ্রেসের শরীরে। তেমনি বাংলায় ‘সাগর থেকে পাহাড়’ যাত্রা কী শূন্য পরিণত হওয়া কংগ্রেসকে অক্সিজেন দিতে পারবে? প্রশ্ন সেটাই।