Coronavirus: তিন বছরের শিশুর শরীরে মিলল করোনাভাইরাস, শিলিগুড়িতে ব্যাপক আলোড়ন‌‌

স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশে আজ, মঙ্গলবার দেশজুড়ে কোভিড হাসপাতালে মকড্রিলের আয়োজন করা হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের এক তিন বছরের শিশু কোভিড–১৯ সংক্রমণের শিকার হয়েছে বলে খবর প্রকাশ্যে এসেছে। এখন শিশুটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পরীক্ষা করে দেখা গিয়েছে, শিশুটির রিপোর্ট পজিটিভ। তখনই তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জ্বরের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তিন বছরের ওই শিশুকে। র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু আরটিপিসিআর করতেই রিপোর্ট পজিটিভ আসে।

ঠিক কী ঘটেছে শিলিগুড়িতে?‌ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রে খবর, করোনাভাইরাস নিয়ে নতুন করে আশঙ্কার মধ্যেই ওই শিশুকে বিশেষ নজরে রাখা হচ্ছে। কোভিডের কোনও ভ্যারিয়েন্টে শিশু আক্রান্ত তা জানতে জেনোম সিকোয়েন্সিংয়ের চিন্তাভাবনাও করা হচ্ছে। শিশুর পরিবারকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। উপসর্গ থাকায় পাঁচদিন ধরে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে শিশুকে।

আর কী জানা যাচ্ছে?‌ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দুটি কোভিড ব্লক রয়েছে। বিশ্বের একাধিক দেশে কোভিড মাথাচাড়া দেওয়ায় প্রস্তুতি নিচ্ছে এই হাসপাতালও। এখানে আজ মঙ্গলবার মকড্রিল হবে। তাই আধিকারিকরা এসে পৌঁছেছেন। এই ব্লকগুলিতে বাইপ্যাপ, ভেন্টিলেটর, মেডিক্যাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। এগুলি এখন কতটা কার্যকরী সেটা মকড্রিলে দেখা হবে।

এখন কী হতে চলেছে?‌ আজ, মঙ্গলবার সারা দেশজুড়ে প্যান মকড্রিলের আয়োজন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আর করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বুধবার জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব। রাজ্যে সব মেডিকেল কলেজের প্রিন্সিপালদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের পক্ষ থেকে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশেষ কিছু নির্দেশ দেওয়া হতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর বৈঠকে বসার কথাও রয়েছে সব রাজ্যের সঙ্গে। তারপরই রাজ্য বৈঠকে বসবে বুধবার জেলার স্বাস্থ্য দফতরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে। উল্লেখ্য, কলকাতায় করোনাভাইরাসে আক্রান্ত এক বিদেশি মহিলাও। কলকাতা বিমানবন্দরে করোনাভাইরাস পরীক্ষার সময়ে ওই মহিলার রিপোর্টে পজিটিভ আসে। তিনি ব্রিটিশ–অস্ট্রেলিয়ান নাগরিক। কুয়ালালামপুর থেকে বুদ্ধগয়া যাচ্ছিলেন তিনি। তার জন্য কলকাতা বিমানবন্দরে এসেছিলেন। তখন কোভিড পরীক্ষা করলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এরপরই ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়।