Howrah preparing for Vande Bharat: হাওড়ার ৩ প্ল্যাটফর্মে ৩৮ ঘণ্টা চলবে না ট্রেন, বন্দে ভারতের উদ্বোধনে আসছেন মোদী

পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তাজনিত কারণে ৩৮ ঘণ্টা হাওড়া স্টেশনের তিনটি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানাল পূর্ব রেল। তবে সেইসময় কোনও ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়নি।

বুধবার পূর্ব রেলের তরফে বলা হয়েছে, ‘হাওড়া স্টেশনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তাজনিত কারণে ২৯ ডিসেম্বর (ইংরেজি মতে) রাত ১২ টা থেকে ৩০ ডিসেম্বর দুপুর ২ টো পর্যন্ত হাওড়া স্টেশনের নয়া কমপ্লেক্সের ২১, ২২ এবং ২৩ প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে ওই তিনটি প্ল্যাটফর্ম থেকে যে ট্রেনগুলি ছাড়ার কথা ছিল, সেগুলি অন্য প্ল্যাটফর্ম থেকে ছাড়া হবে।’

শুক্রবার (৩০ ডিসেম্বর) হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে আসছেন মোদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। আসবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। সেই পরিস্থিতিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ২২ নম্বর প্ল্যাটফর্মে মূল অনুষ্ঠান মঞ্চ তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে হাওড়া স্টেশনে ঘুরে গিয়েছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসপিজি) আধিকারিক, রেলের আধিকারিকরা। অনুষ্ঠানস্থল-সহ স্টেশনের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন।

আরও পড়ুন: Howrah-NJP Vande Bharat Express: হাওড়ায় বন্দে ভারতে উঠে হিন্দি গানে উদ্দাম নাচ ‘BJP কর্মীদের’, শুরু তুমুল বিতর্ক

সেই পরিস্থিতিতে ভিভিআইআইপিদের নিরাপত্তার ক্ষেত্রে কোনও ঝুঁকি না নিতে হাওড়া স্টেশনের ২১, ২২ এবং ২৩ নম্বর প্ল্যাটফর্ম কার্যত দুর্গে পরিণত হচ্ছে। পূর্ব রেল সূত্রে খবর, আজ রাত (ইংরেজি মতে ২৯ ডিসেম্বর রাত ১২ টা থেকে) থেকেই ওই তিন প্ল্যাটফর্মের রেল পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। প্ল্যাটফর্ম লাগোয়া রাস্তা, নিউ কমপ্লেক্সের ক্যাবওয়ে বন্ধ রাখা হচ্ছে। যতক্ষণ না ৩০ ডিসেম্বরের অনুষ্ঠান শেষ হচ্ছে, ততক্ষণ সাধারণ যাত্রীরা ওই এলাকায় প্রবেশ করতে পারবেন না।

আরও পড়ুন: Howrah-NJP Vande Bharat Express Food: সত্যিই কি পোস্তর বড়া পাবেন হাওড়া-NJP বন্দে ভারতে? কী কী থাকতে পারে মেনুতে?

সূত্রের খবর, ২২ নম্বর প্ল্যাটফর্মের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকার জন্য ২২ জনকে ভিভিআইপি পাস দেওয়া হয়েছে। সেইসঙ্গে ২৩ নম্বর প্ল্যাটফর্মে প্রায় ৫০০ জন বসতে পারবেন। যাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাঁরা ছাড়া আর কেউ প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন না বলে রেল সূত্রে খবর মিলেছে। যে অনুষ্ঠান থেকে বন্দে ভারত এক্সপ্রস, জোকা-তারাতলা মেট্রো-সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন মোদী।