Woman Molested: সরকারি দফতরের মধ্যে মহিলাকর্মীর শ্লীলতাহানির অভিযোগ অফিসারের বিরুদ্ধে! ভাইরাল ভিডিয়ো

খোদ সরকারের নারী কল্যাণ বিভাগের অফিসের মধ্যেই মহিলার শ্লীলতাহানির ঘটনা ঘটে গেল। এমনই এক অভিযোগ অফিসের ওই মহিলা ডিপিও কর্মচারী এনেছেন জেলা প্রবেশন অফিসারের বিরুদ্ধে। মহিলার অভিযোগের সাপেক্ষে একটি ভিডিয়োতেও এই গোটা শ্লীলতাহানির ঘটনা ধরা পড়েছে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

মহিলার অভিযোগে বলা হয়েছে, গত ৩ বছর ধরে তাঁর সঙ্গ ওই অফিসার এমন অভব্য আচরণ ও শ্লীলতাহানি করে আসছেন। এই অভিযোগ সিডিওকে করার চেষ্টা করলেও , মহিলা সিডিও পর্যন্ত পৌঁছতে পারেননি বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়। মহিলা অভিযোগ জানাতে গেলে, তাঁকে চাকরি থেকে বের করা হয়েছে বলে দাবি করা হয়। এরপর তাঁকে চাকরি থেকে বের করার কারণ জানতে চাওয়া হলে ওই প্রবেশনাল অফিসার পের তাঁর সঙ্গে অভব্য আচরণ করতে থাকেন বলে অভিযোগ। ঘটনার জেরে জেরবার হতে শুরু করেছিলেন মহিলা। এরপর ওই মহিলা কর্মী বেশ হতচকিত হয়ে পড়েন। মহিলার স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে। পরবর্তীকালে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপরই ওই মহিলা নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার অভিযোগ দায়ের করেন।

ভিডিয়ো ভাইরাল

এদিকে, মহিলা কর্মচারীর সঙ্গে শ্লীলতাহানিরত অবস্থায় অফিসারের ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়। এরপরই ওই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে দায়ের হয় মামলা।

ডিলিট হত ভিডিয়ো?

এদিকে তদন্তে নেমে উর্ধ্বতন কর্তৃপক্ষ দাবি করে অফিসারের রুমের মধ্যে ঘটে যাওয়া কাণ্ডের ভিডিয়ো সিসিটিভিতে ধরা পড়া উচিত ছিল। অথচ সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না। তার খোঁজ করতেই জানা গিয়েছে, ওই অফিসারের রুমের ভিতর যে সিসিটিভি ছিল, তার দায়িত্ব নিজেরই ঘনিষ্ঠ এক ব্যক্তিকে দিয়ে রেখেছিলেন অফিসার। আর সেই ঘনিষ্ঠ ব্যক্তি এমন ধরনের বিতর্কিত ভিডিয়ো আসলেই তা ডিলিট করে দিতেন। ফলে পাওয়া যায়নি কোনও ভিডিয়ো।