Woman married God Vishnu: ভগবান বিষ্ণুর সঙ্গে ঝামেলার আশঙ্কা নেই, তাই তাঁকেই বিয়ে করলেন মহিলা

বিয়ের অনেক জ্বালা! সম্পর্ক ভালো হতে পারে, সম্পর্ক খারাপও হতে পারে। দু’দিন বাদে সুখের সম্পর্ক বিগড়ে যেতে পারে। কারণ দুই পক্ষের যে ঝামেলা হবে না, এ কথা কে বলতে পারে! কিন্তু যদি এমন কোনও পাত্র পাওয়া যায়, যাঁর সঙ্গে কখনও কোনও ঝামেলা হবে না? যিনি কোনও কথার কোন খারাপ উত্তর দেবেন না? কখনও দুর্ব্যবহার করবেন না? কখনও রাগারাগি করবেন না? এমন পাত্র পাওয়া কি খুব কঠিন? একদমই নয়। সেই কাজই করে দেখালেন রাজস্থানের এক পাত্রী।

রাজস্থানের এই পাত্রীর নাম পূজা সিং। পলিটিকাল সায়েন্স নিয়ে মাস্টার ডিগ্রি করেছেন তিনি। অনেক দিন ধরেই ভাবছিলেন বিয়ে করবেন। কিন্তু যোগ্য পাত্র পারছিলেন না। যদি বা কোন পাত্রকে মনে ধরে। তা হলেও ভয় পাচ্ছিলেন, যদি দু’দিন বাদে তাঁর সঙ্গে ঝামেলা হয়! তাই আর এমন কাউকে বিয়ে নয় বরং পূজা বেছে নিলেন নিজের মনের মতো এক পাত্রকে। যাঁর সঙ্গে সত্যিই তাঁর কখনও কোনও ঝামেলা হবে না। তিনি কে? তিনি হলেন ভগবান বিষ্ণু।

এ বিয়ে মোটেই ছোট করে নয়। রীতিমতো জাঁকজমক করে, নিমন্ত্রিতদের খাইয়ে-দাইয়ে বিরাট আয়োজন করে বিয়ে করলেন পূজা। তাঁর বিয়েতে প্রায় ৩০০ জন অতিথি হাজির হয়েছিলেন। তাঁরা সবাই আনন্দের সঙ্গে পূজার বিয়ের সাক্ষী হলেন। ছিলেন তাঁর মা’ও। তিনি কন্যাদান সম্পন্ন করেন।

কিন্তু বিয়েতে দেখা গেল না একজনকে। তিনি পূজার বাবা। পাত্র ভালো হলেই যে, সব সময় মেয়ের মনের মতো পাত্রীকে বাবারা মেনে নেবেন— তা তো হয় না। এ ক্ষেত্রেও তাই হয়েছে। পূজার মনের মতো পাত্রকে মেনে নেননি তাঁর বাবা। ফলে বাবার অমতে বিয়ে করেছেন পূজা। আর সেই বিয়েতে হাজির হননি পূজার বাবা। তবে তাতে আক্ষেপ নেই পূজার। বরং তিনি বলেছেন, তাঁর বৈবাহিক জীবন অত্যন্ত সুখের হবে। তাতেই তিনি খুশি।

রাজস্থানে এক অনুষ্ঠানে তিনি পুরোহিতকে দিয়ে এই বিয়ে সম্পন্ন করেন পূজা। কোনও মূর্তি নয়, তুলসী গাছের সঙ্গে তিনি বিয়ে করেছেন। এবং পরদিন থেকেই সুখে সংসার করছেন বলে জানিয়েছেন।