খারাপ ফর্ম না ফিটনেস ইস্যু! কেন সাদা বলের ক্রিকেট থেকে বাদ গেলেন পন্থ?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে একদিনের ও টি-টোয়েন্টি ফরম্যাটে টিম ইন্ডিয়ার (Team India) দল দেখে অনেকের চোখ কপালে উঠে গিয়েছিল। রোহিত শর্মা (Rohit Sharma) ও হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দলে জায়গা পেলেন না ঋষভ পন্থ (Rishabh Pant)। টি-টোয়েন্টি দলে উইকেটকিপার হিসেবে রয়েছেন ঈশান কিশান (Ishan Kishan)। সেখানে একদিনের দলে কেএল রাহুল (KL Rahul) ও ঈশানকে উইকেটকিপার হিসেবে বেছে নিয়েছে চেতন শর্মার (Chetan Sharma) জাতীয় নির্বাচক কমিটি। এমনকি ২০ ওভারের ফরম্যাটে সঞ্জু স্যামসনও (Sanju Samson) রয়েছেন। তবে তাঁকে ব্যাটার হিসেবে দলে রাখা হয়েছে।

কিন্তু কেন দুটি দলে পন্থের জায়গা হল না? বিসিসিআই (BCCI) থেকে দেওয়া প্রেস রিলিজে এই ইস্যুতে কোনও আপডেট দেওয়া হয়নি। পন্থকে কি বিশ্রাম দেওয়া হল? নাকি তাঁর ছাঁটাই হয়েছে? স্পিকটি নট ছিল জাতীয় নির্বাচক কমিটি। যদিও এখন শোনা যাচ্ছে ফর্ম নয়, বরং ফিটনেস ও চোটের জন্যই পন্থকে দলে রাখা হয়নি। বরং এখন শোনা যাচ্ছে তরুণ উইকেটকিপার হাঁটুর চোটে (Knee Injury) জর্জরিত। এবং তাঁর ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে। তাই তাঁকে আগামি দুই সপ্তাহের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) রিহ্যাব করতে হবে। আর সেইজন্যই নাকি তাঁকে দুই ফরম্যাটের দলে রাখা হয়নি। 

আরও পড়ুন: IND vs SL : বদলে গেলেন অধিনায়ক! ৫০ ওভারের দায়িত্বে রোহিত থাকলেও, টি-টোয়েন্টির নেতা হার্দিক

আরও পড়ুন: Cameron Green, Boxing Day Test: ক্যামেরুন গ্রিনের চোটের পরেও অ্যালেক্স ক্যারির শতরানে চালকের আসনে অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়কত্ব করেছিলেন পন্থ। তবে তিনি নিজের মারকুটে ব্যাটিংয়ের প্রতি সুবিচার করতে পারেননি। পরিসংখ্যানও সেই ইঙ্গিত দিচ্ছে। চলতি বছর দেশের হয়ে ২৫টি টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৩৬৪ রান করেছিলেন তিনি। গড় ২১.৪১। স্ট্রাইক রেট ১৩০। সঙ্গে রয়েছে মাত্র একটি অর্ধ শতরান। এমনকি ৫০ ওভারের ফরম্যাটেও পন্থ ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছেন। ২০২২ সালে খেলা ১২টি ম্যাচের মধ্যে পন্থের ব্যাট থেকে এসেছে মাত্র ৩৩৬ রান। গড় ৩৭.৩৩। সঙ্গে রয়েছে একটি শতরান ও দু’টি অর্ধ শতরান।

বাংলাদেশের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন পন্থ। চট্টগ্রাম টেস্টে ৪৬ রান করার পর মিরপুরের দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ৯৩ ও ৯ রান। এরমধ্যে আবার ফেব্রুয়ারি-মার্চ মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই সিরিজ জিতলে ভারতীয় দলের কাছে ফের একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ আছে। তাই অনেকের ধারণা পুরো ফিট পন্থের সার্ভিস পাওয়ার জন্যই তাঁকে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজের দলে রাখা হয়নি। 

টি-টোয়েন্টির জন্য ভারতের স্কোয়াড: হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ঈশান কিশান (উইকেটকিপার), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমার। 

একদিনের সিরিজের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, অর্শদীপ সিং।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)