Devendra Fadnavis slams Karnataka BJP Minister: ‘কারও বাপের নয়’, কর্ণাটকের বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক ফড়ণবীস

বিগত বেশ কয়েক দিন ধরেই কর্ণাটক এবং মহারাষ্ট্রের মধ্যে বেলগাভি জেলা নিয়ে বিবাদ চলছে। এই আবহে মুম্বইকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি তুলেছিলেন বিজেপি নেতা তথা কর্ণাটকের মন্ত্রী জে মধু স্বামী। এই আবহে পড়শি রাজ্যে নিজের দলেরই মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক হলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীস। তিনি সাফ কথায় বলেন, ‘মুম্বই মারাঠিদের, কারও বাবার সম্পত্তি নয়।’ এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেও আক্রমণ শানান কর্ণাটককে। তিনি বলেন, ‘মহারাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে পারে না কর্ণাটক।’ এদিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেছেন, ‘আমরা আমাদের জমিক এক ইঞ্চিও কাউকে দেব না।’

প্রসঙ্গত, সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভায় সর্বসম্মতিতে বেলগাভি নিয়ে একটি প্রস্তাবনা পাশ হয়েছিল। এর প্রেক্ষিতে কর্ণাটক বিধানসভায় বিজের সুধা স্বামী বলেছিলেন, ‘বলা হচ্ছে যে তাঁরা (মহারাষ্ট্রের নেতারা) সিদ্ধান্ত নিয়েছেন যে বেলগাভিকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা উচিত। আমি তাদের বলতে চাই, দেশে এমন দু-তিনটি শহর রয়েছে যেগুলিকে কেন্দ্রশাসিত অঞ্চল করা যেতে পারে। তাদের মধ্যে শীর্ষে রয়েছে মুম্বই। বম্বে প্রেসিডেন্সির সময়কালে মুম্বই একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মতো ছিল… যদি এই লোকেরা দেশের মঙ্গল চায়, তবে তাঁদের বড় মনের পরিচয় দিয়ে বম্বেকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা উচিত।’ সুধা স্বামীর এহেন মন্তব্যে আপত্তি জানিয়েছেন ফড়ণবীস।

মহারাষ্ট্র বিধানসভায় বক্তৃতা দিতে গিয়ে ফড়ণবীস জানান, সুধা স্বামীর মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের মতামত কর্ণাটক সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানানো হবে। তিনি বলেন, ‘মুম্বাই মহারাষ্ট্রের, কারও বাপের নয়। কেউ মুম্বইয়ের ওপর দাবি জানালে তা সহ্য করব না আমরা। আমরা কর্ণাটক সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে আমাদের মত প্রকাশ করব।’ এদিকে শুধুমাত্র সুধা স্বামী নয়, কর্ণাটকের বিজেপি বিধায়ক লক্ষ্মণ সবদিও দাবি করেন, ‘মুম্বই আসলে কর্ণাটকের।’ এই নিয়ে আপত্তি জানিয়ে বিধানলভায় নিজের উদ্বেগ প্রকাশ করেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা অজিত পাওয়ার।

প্রসঙ্গত, এর আগে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লিতে বৈঠক করেছিলেন অমিত শাহ। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে অদূর ভবিষ্যত কোনও রাজ্যই অন্য রাজ্যের কোনও অঞ্চল নিয়ে দাবি জানাবে না। এর প্রেক্ষিতে দেবেন্দ্র ফড়ণবীস বলেন, ‘কর্ণাটক বিধায়ক বা কর্ণাটক কংগ্রেসের সভাপতি যে মন্তব্য করেছেন, তা দিল্লির আলোচনাতে নেওয়া সিদ্ধান্তের পরিপন্থী।’ এদিকে মহারাষ্ট্রের উভয় কক্ষ প্রস্তাবনা পাশ করে বলেছে, বেলগাওঁ (বেলগাভি), কারওয়ার বিদার, নিপানি, ভালকি শহর এবং কর্ণাটকের ৮৬৫টি মারাঠিভাষী গ্রামকে মহারাষ্ট্রে অন্তর্ভুক্ত করতে সব আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।