বাংলা নিউজ > টুকিটাকি > Home Cures for Shoe Bites: নতুন জুতো পরে পায়ে ফোসকা! খুব তাড়াতাড়ি এই ঝামেলা থেকে মুক্তি পাবেন কীভাবে
Updated: 29 Dec 2022, 12:00 PM IST
লেখক Suman Roy
Home Cures for Shoe Bites: নতুন জুতো পরলে অনেক সময়েই পায়ে ফোসকা পড়ে। এই ফোসকা তাড়াতাড়ি সারাবেন কী করে?
1/8নতুন জুতো পরে অনেকেরই পায়ে ফোসকা পড়ে। গোড়ালির পিছন দিকে, পায়ের তলায় অনেকেরই ফোসকা দগদগে হয়ে যায়। এর পরে দু’-তিন দিন স্বাভাবিকভাবে হাঁটাচলা মুশকিল হয়ে পড়ে। এই সমস্যা থেকে বাঁচবেন কীভাবে? কীভাবে দ্রুত এই সমস্যা থেকে বেরোবেন? রইল ঘরোয়া সমাধান। 2/8প্রথমেই জুতো পরার আগে দেখে নিন কোন অংশগুলি শক্ত। জুতোর সেই অংশগুলির সঙ্গে পায়ের যে অংশের ঘষা লাগতে পারে, সেই জায়গাগুলোতে টেপ দিয়ে তুলো আটকে দিন। এতে পায়ে ফোসকা পড়ার ঝুঁকি কমে যাবে।3/8নতুন জুতার ঘষায় ফোসকা পড়লে তার উপরে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখতে পারেন। এতে পায়ের ফোস্কা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং কষ্ট দ্রুত লাগব হবে।4/8জুতোর চামড়ার যে জায়গাগুলো খুব শক্ত, সেই জায়গাগুলিতে ভেসলিন জাতীয় মলম লাগিয়ে রাখুন। এতে জুতোর ওই জায়গাগুলো কিছুটা নরম হবে এবং কমবে ফোসকা পড়ার ঝুঁকিও।5/8ভুলেও ফোসকা ফাটিয়ে দেবেন না। কোনও কারণে ফোসকা যদি ফেটেও যায়, তাহলে ক্ষত স্থানে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে ঢেকে রাখুন।6/8নতুন জুতোর ঘষায় ফোসকা পড়লে সেই জায়গায় দিনে অন্তত তিন বার মধু লাগিয়ে রাখুন। এতে ফোসকা দ্রুত শুকিয়ে যাবে। ওই জায়গাটিতে সংক্রমণও হবে না। 7/8নতুন জুতা পরে বেরিয়ে দেখলেন ফোসকা পড়ছে। এ অবস্থায় সামান্য জলের সঙ্গে কিছুটা আটা গুলে তার উপর লাগান। এতে পায়ের ফোসকা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।8/8নতুন জুতো পরার আগে আপনার পায়ে ভালো করে সরষের তেল বা নারকেল তেল মেখে নিন। এতে পায়ে ফোসকার ঝুঁকি অনেকটাই কমে যাবে।