IND Vs SL T20I: Suryakumar Yadav Claims Indian Vice Captaincy Fells Like A Dream For Him


মুম্বই: ২০২২ সালটা সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) জন্য অনেকটা স্বপ্নের মতোই কেটেছে। ব্যাট হাতে তিনি ভারতের হয়ে সব ফর্ম্যাট মিলিয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন। বছর শেষটাও ব্যক্তিগতভাবে তাঁর জন্য সুখবর নিয়ে এল। নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL T20) ৩ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারত। সেই সিরিজে সূর্যকুমার ভারতীয় দলের (Team India) সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন।

উচ্ছ্বসিত সূর্য

প্রথমবার ভারতীয় সহ-অধিনায়ক নির্বাচিত হয়ে আবেগে ভাসছেন সূর্য। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৯৫ রানের ইনিংস খেলার পরেই সূর্য এক সাক্ষাৎকারে বলেন, ‘সত্যি বলতে এটা (ভারতের সহ-অধিনায়কত্ব) আশা করিনি। তবে গত বছরটা আমার জন্য যা কেটেছে, এই সহ-অধিনায়কত্ব পাওয়াটা সেটারই পুরস্কার বলে আমার মনে হয়। এই সুযোগ পাওয়ায় আমি উচ্ছ্বসিত এবং সহ-অধিনায়ক হিসাবে মাঠে নামতে মুখিয়ে রয়েছি।’ সূর্যকুমার জানান, তাঁর বাবাই সর্বপ্রথম তাঁর সহ-অধিনায়ক নির্বাচিত হওয়ার খবরটা তাঁকে জানান। 

গোটা বিষয়টা এখনও সূর্যের কাছে অনেকটা স্বপ্নের মতোই। তিনি বলেন, ‘আমি প্রথমে চোখ বুজে খানিক নিজেকেই প্রশ্ন করছিলাম যে এটা আদৌ সত্যি না আমি স্বপ্ন দেখছি। সত্যি বলতে এটা আমার কাছে স্বপ্নের মতোই। আমাদের দীর্ঘ পরিশ্রমের ফল। আমি যে বীজ পুঁতেছিলাম, সেটা থেকে অবশেষে গাছ হয়েছে এবং আমি এখন তাঁর ফল উপভোগ করতে পারছি। বর্তমানে পরিস্থিতি যেমনভাবে এগোচ্ছে, তা নিয়ে আমি দারুণ খুশি। আমি এই সুসময়টা দীর্ঘায়িত করতে চাই। যতদিন এভাবে চলে, ততই ভাল।’

গম্ভীরের পরামর্শ

দরজায় কড়া নাড়ছে ২০২৩। আর আগামী বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup 2023)। ২০১১ সালের পর থেকে ১১ বছর কেটে গিয়েছে। বিশ্বকাপ জেতেনি ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ২০০৭ সালের পর থেকে খালি হাতে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে। শেষবার ওয়ান ডে বিশ্বকাপ এসেছিল ঘরের মাঠেই। এবার ২০১১ সালের পুনরাবৃত্তি হয় কি না, তা দেখার অপেক্ষায় ভারতের ক্রিকেটপ্রেমীরা।

আর বিশ্বকাপের বছরে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) কোনও ওয়ান ডে ম্যাচ এড়িয়ে যাওয়া উচিত নয় বলে মনে করছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল। সেই টুর্নামেন্টে ফাইনালের অন্যতম নায়ক গম্ভীর। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের আগে আমাদের ঠিক করে নিতে হবে দলের মূল খেলোয়াড় কারা। এখন আর পরীক্ষানিরীক্ষার জায়গা নেই। সম্প্রতি খুব বেশি পরিবর্তন করা হচ্ছে। সবচেয়ে বড় কথা, ওয়ান ডে বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার আর জায়গাই নেই। দলের যারা প্রধান ক্রিকেটার, যেমন রোহিত শর্মা, বিরাট কোহলি – এদের ধারাবাহিকভাবে সব ম্যাচে খেলতে হবে। এখন আর বিরতি নেওয়ার জায়গাই নেই। বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই।’

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা হারায় ফাইনালে ওঠার সম্ভাবনা বাড়ল ভারতের