TET Scam: চাকরি বাঁচাতে মরিয়া, হাইকোর্টে হলফনামা ৮৮জন প্রাথমিক শিক্ষকের

ঘুরপথে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন তারা। সেই ৮৮জন প্রাথমিক শিক্ষক এবার চাকরি বাঁচানোর জন্য শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর সেই নিরিখেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তারা। এদিকে আদালত সূত্রে খবর, এর আগে সব মিলিয়ে ২৬৮জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছিল।কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছিল।

এদিকে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন ওই শিক্ষকরা। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে ওই শিক্ষকদের বক্তব্যও শুনতে হবে। আর ইতিমধ্যেই ৫৪জন শিক্ষক আগেই তাদের বক্তব্য পেশ করেছিলেন আদালতে। আর তারপরেও চাকরি ধরে রাখতে পারেননি ৫৩জন। সব মিলিয়ে ৫৩জনের চাকরি গিয়েছে।

এবার বাকি ৮৮জন হাইকোর্টে হলফনামা জমা দিলেন। তবে সেই হলফনামায় কার্যত তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন বলেই অনুমান করা হয়েছে। কিন্তু তাদের নিয়োগ নিয়ে আগেই বড় প্রশ্ন উঠেছিল। সেক্ষেত্রে তাদের যুক্তি এবার চাকরি বাঁচানোর ক্ষেত্রে কতটা সহায়ক হবে সেটাও বড় প্রশ্ন।

এদিকে আগে যাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে। মূলত তাদের অভিযোগ ছিল তাদের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হয়নি। পুরোটাই একপেশে হয়ে গিয়েছে। এনিয়ে সুপ্রিম কোর্টেের তরফে তাদের বক্তব্য শোনার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট নির্দেশনামায় উল্লেখ করেছিল, এভাবে চাকরি থেকে বরখাস্ত করাটা ঠিক আইনসম্মত নয়। সেক্ষেত্রে অবিলম্বে চাকরি নট হয়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছিলেন তারা। এদিকে চারবছর ধরে তারা শিক্ষক পদে কর্মরত ছিলেন। আচমক চাকরি চলে যাওয়ায় বিপাকে পড়েছিলেন তারাও। তবে সুপ্রিম কোর্ট তাদের সাময়িক স্বস্তি দিয়েছিল।

কিন্তু তাতেও ৫৩জনের শিক্ষকের চাকরি শেষরক্ষা হয়নি। হাইকোর্টে তারা বক্তব্য পেশ করার পরেও তাদের চাকরি চলে যায়। এবার আরও ৮৮জন হাইকোর্টে হলফনামা জমা দিলেন। কিন্তু তারা কি চাকরি রক্ষা করতে পারবেন? তা নিয়ে সংশয়টা থেকেই গিয়েছে।

এদিকে ঘুরপথে চাকরি পাওয়ার ক্ষেত্রে টাকা পয়সার লেনদেনও হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নয়, এসএসসির ক্ষেত্রেও ভুয়ো শিক্ষকের তালিকায় শাসকদল ঘনিষ্ঠ ও শাসকদলের একাধিক জনপ্রতিনিধির নাম ক্রমে প্রকাশ্য়ে আসছে। এর জেরে ক্রমেই অস্বস্তি বাড়ছে দলের অন্দরে।