তরুণদের হাত ধরে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে পারে বাংলাদেশ, আশাবাদী হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমেই তরুণদের হাত ধরে একদিন বিশ্বকাপে অংশ নিতে পারে বাংলাদেশ। তরুণ প্রজন্মকে আন্তরিকতার সঙ্গে খেলাধুলো করতে হবে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

দেশ ডিজিটাল হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটি স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে প্রযুক্তিবান্ধব হওয়ার আহবানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবলে খেলবে, এমন স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করতে যারা খেলাধুলো করেন, তাদের আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন সরকার প্রধান। দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে বড় অবদান রেখে চলেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী সেসময় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭)’ এর খুলনা ও রংপুর বিভাগের মধ্যকার খেলা উপভোগ করেন।

(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি চ্যানেল আই থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)