On Pele’s Demise Cristiano Ronaldo, Lionel Messi Shares Emotional Message


নয়াদিল্লি: শুক্রবারই ৮২ বছর বয়সে বিশ্বকে বিদায় জানিয়েছেন পেলে (Pele)। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর অবশেষে জীবনযুদ্ধে পরাজিত হলেন ব্রাজিল তারকা। ফুটবল সম্রাটের জীবনাবসানে ক্রীড়ামহলে শোকের ছায়া। ব্রাজিল কিংবদন্তির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন পেলের সঙ্গে যুগ্মভাবে ব্রাজিলের জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেমার। শোকজ্ঞাপন করলেন বর্তমান ফুটবলবিশ্বের সম্ভবত দুই সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও (Cristiano Ronaldo)।

রোনাল্ডোর শোকবার্তা

পেলের মৃত্যুতে শোকজ্ঞাপন করে রোনাল্ডো নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘গোটা ব্রাজিল, বিশেষ করে এডসন আরান্টেস ডো নাসিমেন্তোর (পেলের পুরো নাম) পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সম্রাট পেলেকে বিদায়। গোটা ফুটবল বিশ্ব এখন যে ব্যথা অনুভব করছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। তুমি সবসময় আমাকে যে ভালোবাসা দেখিয়েছ তা প্রতি মুহূর্তে প্রতিপ্রদান ছিল এমনকি আমরা দূর থেকেও ভাগ করেছি। তাকে কখনো ভোলা যাবে না এবং তার স্মৃতি চিরদিন বেঁচে থাকবে আমাদের ফুটবল প্রেমী সবার মাঝে।’

মেসির শোকজ্ঞাপন

দিনকয়েক আগেই বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা ফুটবল দল। ব্রাজিল-আর্জেন্তিনার চিরকালের প্রতিদ্বন্দ্বিতা ভুলে মেসিকে বিশ্বজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন পেলে। ব্রাজিল কিংবদন্তির মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন আর্জেন্তিনা কিংবদন্তি মেসিও। তিনি সোশ্যাল মিডিয়ায় এক ছোট্ট কিন্তু মর্মস্পর্শী বার্তায় লেখেন, ‘শান্তিতে বিশ্রাম নাও পেলে।’ 

সম্প্রতি তাঁর সঙ্গে প্রায় এক মাস হাসপাতালে কাটানোর পর পেলের এক কন্যা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। যা দেখে উদ্বেগ আরও বেড়ে গিয়েছিল গতকালই। আজ সমস্ত আশঙ্কা সত্যি করে খবর প্রকাশ্যে এল। 

পেলের কন্যা কেলি নাসিমেন্তো (Kelly Cristina Nascimento) লিখেছিলেন, তিনি ও তাঁর পরিবার ‘দুঃখিত আর হতাশ। যা জানাজানি হতেই নতুন করে উদ্বেগ তৈরি হয় ফুটবলপ্রেমীদের মনে। ৮২ বছরের কিংবদন্তি সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন। শেষ কয়েকদিন চিকিৎসায় ঠিকমতো সাড়াও দিচ্ছিলেন না পেলে। কয়েকদিন আগে তাঁর কন্যা জানিয়েছিলেন, তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন তারকা কিডনির সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞদের চিকিৎসাধীন। পাশাপাশি ক্যান্সার আক্রান্তও পেলে। রয়েছে হৃদযন্ত্রের সমস্যা। ২৯ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে।

আরও পড়ুন: ‘তিনিই ফুটবলকে শিল্পের পর্যায়ে নিয়ে যান’, পেলের মৃত্যুতে মর্মস্পর্শী বার্তা নেমারের