Bank Holidays: নতুন বছরের প্রথম মাসেই ১১দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল ছুটির তালিকা

নতুন বছর আসছে। আর নতুন বছরের প্রথম মাসেই ১১দিন বন্ধ থাকবে ব্য়াঙ্ক। অর্থাৎ জানুয়ারিতে ১১দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এদিকে ২০২২ সালের শেষ মাস ডিসেম্বরে সমস্ত পাবলিক ও প্রাইভেট ব্য়াঙ্ক ১৪দিন বন্ধ ছিল। আগামী বছর পড়লেই ব্য়াঙ্কে একেবারে পরপর ছুটি। সেক্ষেত্রে সেটা জেনেই এবার আপনার কাজের তালিকাও ঠিক করে ফেলুন।

আসলে গোটা দেশেই ন্য়াশানাল হলিডেতে ব্য়াঙ্ক ছুটি থাকে। প্রতি মাসে রিজার্ভ ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করে। সেই দিনগুলোতে ব্যাঙ্ক বন্ধ থাকে। তবে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে ছুটির দিন রাজ্যভিত্তিকও হয়। এবারে দেখে নিন ঠিক কোন দিনগুলোতে ব্য়াঙ্কে ছুটি থাকবে?

২০২৩ সালের জানুয়ারি মাসে কোন দিনগুলিতে ছুটি থাকবে ব্যাঙ্কে?

২০২৩ সালের ২ জানুয়ারি- সোমবার নিউ ইয়ার উদযাপন( আইজল)

২০২৩ সালের ৩ জানুয়ারি মঙ্গলবার- ইমোইনু ইরাতপা (ইম্ফল)

২০২৩ সালের ৪ জানুয়ারি বুধবার- গান জ্ঞাই (ইম্ফল)

এবার যে সপ্তাহান্তে যে দিনগুলোতে ব্য়াঙ্ক বন্ধ থাকবে…

১ জানুয়ারি ২০২৩- রবিবার

৮ জানুয়ারি ২০২৩-রবিবার

১৪ জানুয়ারি ২০২৩- দ্বিতীয় শনিবার মকর সংক্রান্তি

১৫ জানুয়ারি ২০২৩ রবিবার পোঙ্গল

২২ জানুয়ারি ২০২৩ রবিবার

২৮ জানুয়ারি ২০২৩- চতুর্থ শনিবার

২৯ জানুয়ারি ২০২৩- রবিবার

এই দিনগুলোতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। সেক্ষেত্রে নতুন বছরে এবার দফায় দফায় ছুটি থাকবে ব্যাঙ্কে। সেই তালিকাও সামনে এসেছে এবার। সপ্তাহান্তেও থাকছে পরপর ছুটি। এর জেরে সমস্য়ায় পড়তে পারেন গ্রাহকরা। তবে ছুটির তালিকা আগাম জানা থাকলে কিছুটা হলেও সুবিধা হবে গ্রাহকদের।

সেক্ষেত্রে আগাম জেনে নিন সেই তালিকা। তবে বর্তমানে ব্যাঙ্কে গিয়ে টাকা তোলার প্রবণতা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। বেশিরভাগ গ্রাহকই এটিএম থেকে টাকা তোলেন। কিন্তু গ্রাহকদের একটা বড় প্রশ্ন ব্য়াঙ্কে ছুটি থাকলে কি এটিএমেও টাকা পাওয়া যাবে না?

তবে এক্ষেত্রে ওয়াকিবহাল মহলের মতে, ব্যাঙ্কের ছুটির দিনগুলোতে এটিএমে অনেক সময় টাকা যথাযথ থাকে না। অতীতেও এই সমস্যা দেখা গিয়েছে। তবে সবসময় যে এমনটা হয় তা নয়। তবে সাবধানের মার নেই। ছুটির দিনগুলো আগাম জানা থাকলে সুবিধা হতে পারে গ্রাহকরা। কারণ এক্ষেত্রে জরুরী ভিত্তিতে নগদ টাকা প্রয়োজন হলে সামান্য কিছু টাকা গ্রাহকরা আগাম তুলে নিতে পারেন। কারণ এখনও কিছুক্ষেত্রে অনলাইনে লেনদেন সেভাবে হয় না। সেকারণে নগদ টাকা এটিএমে না মিললে সমস্য়ায় পড়তে পারেন গ্রাহকরা।