Ricky Ponting Wishes Speedy Recovery For Rishabh Pant Following His Accident


নয়াদিল্লি: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ (Rishabh Pant)। উত্তরাখণ্ডের কাছে পন্থের গাড়ি রাস্তার রেলিংয়ে ধাক্কা মারে। আহত পন্থকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে বর্তমানে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। পন্থের দুরন্ত আরোগ্য কামনা করে গোটা ক্রিকেটবিশ্বের একাধিক তারকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পন্থের সুস্থতা কামনা করে পোস্ট করলেন রিকি পন্টিংও।

পন্থ ও পন্টিং আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ও কোচের পদে রয়েছেন। অতীতে একাধিকবার পন্থের হয়ে ব্যাট ধরেছেন পন্টিং। এবার তাঁর সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পন্টিং লেখেন, ‘ঋষভ পন্থের কথা খুব মনে পড়ছে। আশা করছি তুমি দ্রুতই সুস্থ হয়ে উঠবে এবং নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে।’

 

 

বোর্ডের বিবৃতি

পন্থের কপাল, পিঠ, হাঁটুর মতো একাধিক স্থানে পন্থ আঘাত পেয়েছেন বলেই বোর্ডের তরফে (BCCI) জানানো হয়। বিসিসিআই এক বিবৃতিতে বলে, ‘ঋষভ পন্থের কপালের দুই জায়গায় কেটে গিয়েছে। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, আঘাত রয়েছে ডান কব্জিতেও। তাঁর গোড়ালি, পায়ের পাতা এবং পিঠের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের রয়েছে। এখন অবশ্য ঋষভের পরিস্থিতি স্থিতিশীল এবং তাঁকে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই এমআরআইয়ের মাধ্যমে তাঁর চোট ঠিক কতটা গভীর, তা নির্ধারিত করা হবে এবং সেখানেই তাঁর চিকিৎসাও চলবে।’ 

বিসিসিআইয়ের তরফে জানানো হয় বোর্ড পন্থের পরিবারের সঙ্গেও নিরন্তরভাবে যোগাযোগ রেখে চলছে। ‘বিসিসিআই পন্থের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং বোর্ডের মেডিক্যাল দলও পন্থের চিকিৎসা করা ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রাখছে। ঋষভ যাতে সেরা চিকিৎসা পান এবং যাতে তিনি দ্রুতই এই ভয়াবহ অভিজ্ঞতা কাটিয়ে উঠতে পারেন, সেইদিকে বোর্ড নজর রাখবে।’ জানানো হয় বোর্ডের তরফে।

বাড়ি ফেরার পথে ঋষভের গাড়ি দুর্ঘটনায় পড়ে। খবর অনুযায়ী, গাড়ি চালাতে চালাতে পন্থের চোখ লেগে যায় এবং তাঁর ফলেই এই দুর্ঘটনা ঘটে। ঋষভের গাড়ি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এর পর গাড়িটিতে আগুন ধরে যায়। তবে জানা গিয়েছে, আগুন লাগার আগেই গাড়ি থেকে নেমে যান ঋষভ। 

আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনার কবলে ঋষভ, ইঙ্গিতপূর্ণ পোস্ট ঊর্বশীর