Modi performs last rites of mother: খালি পায়ে মা’কে কাঁধে তুলে নিলেন প্রধানমন্ত্রী মোদী, করলেন মুখাগ্নি: ভিডিয়ো

মায়ের দেহটা কাঁধে নেওয়ার সময় কি হাতটা কেঁপে উঠেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? হয়তো উঠেছিল। কিন্তু দুনিয়ার নিয়ম মেনে মা’কে শেষবিদায় জানাতে হল। গান্ধীনগরের শ্মশানে মায়ের মুখাগ্নিও করেন প্রধানমন্ত্রী।

গত বুধবার থেকে আমদবাদের ইউ এন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভরতি ছিলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন। বৃহস্পতিবার বিকেলেও খবর মিলেছিল যে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার বিষয়েও কথাবার্তা চলছিল। তারইমধ্যে শুক্রবার ভোররাত ৩ টে ৩০ মিনিটে মোদীর মা শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে।

মায়ের মৃত্যুর খবর পেয়েই দিল্লি থেকে আমদাবাদ বিমানবন্দরে চলে আসেন মোদী। তারপর গাড়িতে চেপে সোজা চলে আসেন ছোটোভাই পঙ্কজের বাড়িতে। সেখানেই মোদীর মায়ের মরদেহ রাখা হয়েছিল। ফুল দিয়ে মা’কে শেষ শ্রদ্ধা জানান। পায়ে হাত দিয়ে প্রণাম করেন প্রধানমন্ত্রী। তারপর ভাইদের সঙ্গে কাঁধে মায়ের মরদেহ তুলে নেন। খালি পায়ে আসতে-আসতে হেঁটে এসে শববাহী যানে মা’কে রেখে দেন মোদী। মায়ের পাশেই বসে থাকেন। একটা মুহূর্তও মা’কে ছেড়ে থাকতে চাননি।

তারপর গান্ধীনগরের শ্মশানে প্রধানমন্ত্রীর মায়ের মরদেহ নিয়ে আসা হয়। হিন্দুশাস্ত্র অনুযায়ী যাবতীয় নিয়ম-রীতি মেনে প্রধানমন্ত্রীর মায়ের শেষকৃত্যের প্রক্রিয়া চলে। শেষে মায়ের মুখাগ্নি করেন মোদী। আগুন জ্বলে ওঠার পর চিতার সামনে দাঁড়িয়ে থাকেন মোদী। মুখটা শক্ত রাখার চেষ্টা করলেও ভিতরে যে কতটা কষ্ট হচ্ছিল, তা মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। হয়ত চোখ বেয়ে জলও নেমে এসেছিল।

আরও পড়ুন: PM Modi not coming to Kolkata: মা’কে হারিয়েও কর্তব্যে অবিচল মোদী, কলকাতায় না এলেও ভার্চুয়ালি করবেন সব উদ্বোধন

প্রাথমিকভাবে খবর, আপাতত গান্ধীনগরে থাকবেন মোদী। তাঁর পরিবারের তরফেও সকলকে নিজেদের নির্ধারিত পরিকল্পনা মেনে কাজ করে প্রধানমন্ত্রীর মা’কে শ্রদ্ধাজ্ঞাপনের আর্জি জানানো হয়েছে। মোদীও গুজরাট থেকেই কলকাতায় একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। ভার্চুয়ালি হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, জোকা-তারাতলা মেট্রো, বৈঁচি-শক্তিগড় তৃতীয় লাইন, ডানকুনি-চন্দনপুর চতুর্থ লাইন, নিমতিতা-নিউ ফরাক্কা ডবল লাইন এবং আমবাড়ি ফালাকাটা-নিউ ময়নাগুড়ি-গুমানিহাট ডাবলিং প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন’-র। সেইসঙ্গে নিউ জলপাইগুড়ি স্টেশনের সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদী।