News LIVE: গান্ধীনগরে পৌঁছালেন প্রধানমন্ত্রী, শেষকৃত্য হবে মোদীর মায়ের

আজ পশ্চিমবঙ্গে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মা হীরাবেনের মৃত্যুর জেরে সম্ভবত কলকাতায় আসবেন না তিনি। পরিবর্তে ভার্চুয়ালি হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, জোকা-তারাতলা মেট্রোর মতো মোট ৭,৮০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করবেন। সেই অনুষ্ঠান সংক্রান্ত যাবতীয় টাটকা আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে –

30 Dec 2022, 08:14:14 AM IST

গান্ধীনগরে পৌঁছালেন প্রধানমন্ত্রী, শেষকৃত্য হবে মোদীর মায়ের

ইতিমধ্যে গান্ধীনগরে পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে আমদাবাদ বিমানবন্দরে নামেন। সেখান থেকে গান্ধীনগরে চলে আসেন। সেখানেই মোদীর মা হীরাবেন মোদীর শেষকৃত্য সম্পন্ন হবে।

30 Dec 2022, 08:01:43 AM IST

রেলের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে মোদী

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ও জোকা-তারাতলা মেট্রোর পাশাপাশি রেলের চারটি প্রকল্প চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধন করবেন বৈঁচি-শক্তিগড় তৃতীয় লাইনের। যা ৪০৫ কোটি টাকা তৈরি করা হয়েছে। ডানকুনি-চন্দনপুর চতুর্থ লাইন (৫৬৫ কোটি টাকায় তৈরি), নিমতিতা-নিউ ফরাক্কা ডবল লাইন (২৫৪ কোটি টাকা খরচ) এবং আমবাড়ি ফালাকাটা-নিউ ময়নাগুড়ি-গুমানিহাট ডাবলিং প্রকল্পের (১,০৮০ কোটি টাকায় তৈরি) উদ্বোধন করবেন। সেইসঙ্গে নিউ জলপাইগুড়ি স্টেশনের সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী। খরচ ধরা হয়েছে ৩৩৫ কোটি টাকার বেশি।